শেষ আপডেট: 28th August 2024 11:32
দ্য ওয়াল ব্যুরো: ধার চাইছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়! তাও আবার সোশ্যাল মাধ্যমে, মাত্র ৫০০ টাকা! এমন পোস্টকে ঘিরে হইচই পড়ে যায় নেট পাড়ায়! অনেকে পোস্টটি বিশ্বাসও করেন।
দেশের প্রধান বিচারপতির নাম করে ওই পোস্টে লেখা হয়েছে, 'হ্যালো, আমি সিজেআই এবং আমাদের কলেজিয়ামে জরুরি মিটিং আছে এবং আমি কনটপ্লেসে আটকে আছি। আমাকে ক্যাবের জন্য কেউ ৫০০ টাকা কি পাঠাতে পারবেন? আমি আদালতে পৌঁছনোর পরে টাকা ফেরত দিয়ে দেব।'
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের এক্সে প্রধান বিচারপতির নামে লেখা এমন পোস্ট দেখে সম্ভবত অনেকেই পোস্টটি বিশ্বাসও করেছিলেন। তাদের মনে হয়েছিল, হতে পারে তাড়াহুড়োয় বাড়ি থেকে টাকা নিয়ে বেরোতে ভুলে গেছেন। সঙ্গী গাড়ি চালকের কাছেও হয়তো ৫০০ টাকা নেই! তাই সম্ভবত এমন পোস্ট লিখে ঘনিষ্ঠদের উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছেন তিনি।
মুহূর্তে পোস্টটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি সুপ্রিম কোর্টেরও নজরে আসে। এরপরই শীর্ষ আদালতের তরফে দিল্লি পুলিশের সাইবার শাখায় এফআইআর দায়ের করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশের সাইবার-ক্রাইম বিভাগ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কৈলাশ মেঘওয়াল নামে একজন ব্যবহারকারীর কাছ থেকে টাকা চেয়েছিল প্রতারক। প্রতারকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।