শেষ আপডেট: 16th January 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! অষ্টম বেতন কমিশন গঠন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা এবং পেনশনভোগীদের ভাতা পর্যালোচনা করে সময়ানুগ পে স্ট্রাকচার তৈরি হবে। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে। আলোচনার শেষে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা জানান। উল্লেখ্য, সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল ২০১৬ সালে, যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের শেষে।
মন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই কমিশনের চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়োগ করবে সরকার। ২০২৬ সালে মেয়াদ উত্তীর্ণ হতে চলা সপ্তম বেতন কমিশনের আগেই যাতে কর্মচারীদের সময়মতো বেতন কাঠামো সংশোধিত হয় সেই লক্ষ্যেই আগেভাগে অষ্টম কমিশন গঠিত হল। প্রসঙ্গত, এক কোটির বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী দীর্ঘদিন ধরে অষ্টম পে কমিশন গঠনের দিকে চাতকের মতো তাকিয়ে ছিলেন। তবে দিল্লি বিধানসভা ভোটের আগে এই ঘোষণা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রতি ১০ বছর অন্তর কেন্দ্র বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য পে কমিশন গঠন করে থাকে। সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল সদ্য প্রয়াত মনমোহন সিংয়ের জমানায়। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি। পরের বছর কমিশন প্রথম সুপারিশ করে। ২০১৬ সালের ১ জানুয়ারি সেই সুপারিশ কার্যকর হয়েছিল। সেই হিসাবে অষ্টম কমিশনের সুপারিশ আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।