প্রিয়ঙ্কা গান্ধী। ফাইল ছবি।
শেষ আপডেট: 23 November 2024 05:57
দ্য ওয়াল ব্যুরো: দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলগণনার সঙ্গে ১৫ রাজ্যের ৪৮ বিধানসভা ও ২ লোকসভার উপনির্বাচনের ভোট প্রবণতাও চলে এসেছে। পাঞ্জাবের ৩টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস এগিয়ে একটিতে। সিকিমের ২টি বিধানসভা উপনির্বাচনের ২টিতে সিকিম ক্রান্তিকারি মোর্চা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে।
কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্রে প্রিয়ঙ্কা গান্ধী বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ৩ লক্ষের বেশি ভোটের বিপুল মার্জিনে এগিয়ে থাকলেও চেলাক্কারা বিধানসভা কেন্দ্রে বাম গণতান্ত্রিক মোর্চার সমর্থকরা ইতিমধ্যেই মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছেন। সেখানে বামফ্রন্ট প্রার্থী জেতার মতো মার্জিনে এগিয়ে গিয়েছেন। উত্তরপ্রদেশে ৬টি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী এবং সমাজবাদী পার্টি ৩টি এগিয়ে রয়েছেন।
অসমের পাঁচটি আসনের মধ্যে এনডিএ জোট প্রার্থী চারটি এগিয়ে রয়েছেন। কর্নাটকের সান্ডুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নিকটতম বিজেপির প্রার্থীর থেকে সাত হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে গিয়েছেন। কেরলের পালাক্কাড়ে কংগ্রেস প্রার্থী মাত ৭০০ ভোটে এগিয়ে রয়েছেন। রাজস্থানের সাতটি আসনের মধ্যে বিজেপি ৩টিতে এগিয়ে। কংগ্রেস ২টিতে এবং ভারত আদিবাসী পার্টি দুটি আসনে এগিয়ে রয়েছে।