শেষ আপডেট: 30th May 2024 17:11
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে আবারও ভয়ানক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। গুরুতর আহত হয়েছেন ৩০ জনের বেশি। পুলিশ সূত্রে খবর, বাসে ৫০ জন যাত্রী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখনুর জেলার জম্মু-পুঞ্চ হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এই যাত্রীবোঝাই বাস। স্থানীয় সূত্রে খবর, বাসে করে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানা থেকে আসা তীর্থযাত্রীরা শিব খোরি মন্দির দর্শনে যাচ্ছিলেন। তবে হাইওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারানোর জেরে পাশে খাদে পড়ে যায় বাসটি। বিকট এক আওয়াজ হওয়ায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়দের কয়েকজন। তারাই পুলিশে খবর দেন।
পুলিশের পাশাপাশি ভারতীয় সেনার একটি দলও ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে। তাঁদের সঙ্গে রয়েছে মেডিক্যাল টিমও। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনও বোঝা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, কোনও কারণে বাসের ব্রেক ফেল করে গেছিল। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের হাথরস থেকে আসছিল ওই বাসটি।
এর আগে গত বছর শেষের দিকে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় এইভাবেই একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। ৩০০ ফুট গভীর একটি খাদে পড়ায় কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয় এবং আহত হন ১৯ জন।