শেষ আপডেট: 10th October 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: স্বামীর কীর্তি। ইঞ্জিনিয়ার সরকারি চাকুরে বউয়ের লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস করে দিলেন স্বামী। এমনই পিলে চমকে দেওয়া ঘটনা ঘটেছে হায়দরাবাদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মণিকোন্ডা পুরসভার ডেপুটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন ওই মহিলা। তাঁর বিরুদ্ধেই অগুনতি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই ঘটনা ফাঁস করে দিয়েছেন তাঁরই স্বামী।
সাধারণত সরকারি চাকুরেদের ঘুষ গ্রহণের কথা ফাঁস হয় লুকানো ক্যামেরা বা স্টিং অপারেশনের মাধ্যমে। কিন্তু বাস্তব ঘটনা হল মহিলা ইঞ্জিনিয়ার দিব্যজ্যোতির ঘুষ নেওয়ার ছবি ও নাম প্রকাশ্যে নিয়ে এসেছেন তাঁর স্বামী শ্রীপদ। শুধু তাই নয়, ঘরে ছয়লাপ হয়ে থাকা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, মণিকোন্ডা পুরসভায় তাঁর স্ত্রী দিব্যজ্যোতি ডেপুটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন বলে তিনি জানিয়েছেন। সেখানে তিনি যে কোনও কাজের জন্য নিয়মিত ঘুষ নিয়ে থাকেন। মিডিয়ার সামনে শ্রীপদ প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করে দিয়েছেন। যাতে তিনি অভিযোগ করেন, প্রতিদিন তাঁর স্ত্রী কর্মস্থল থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে বাড়িতে ফেরেন। নগদ সেই টাকা বাড়িতেই বিভিন্ন জায়গায় রাখা থাকে। ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি বাড়ির বিভিন্ন জায়গায় রাখা বান্ডিল বান্ডিল নোট দেখাচ্ছেন। এমনকী বাড়ির ভিতরে থাকা মন্দির পুজোর ঘরেও রয়েছে তাড়া তাড়া নোট। টাকা রাখা আছে কাপবোর্ডে আবার বস্তায় ভরেও রাখা রয়েছে নোটের বান্ডিল।
শ্রীপদর দাবি, এই নিয়ে তাঁদের মধ্যে নিত্যই অশান্তি হতো। তাঁর স্ত্রী তাঁকে এই নিয়ে অপদস্থ করতেও ছাড়তেন না। অবস্থা যখন আয়ত্তের বাইরে যাচ্ছে, তখন তিনি নিজেই এই সিদ্ধান্ত নেন। স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন শ্রীপদ। স্ত্রীর বেআইনি কাজের ভিডিও রেকর্ড করেন। এবং মিডিয়ার কাছে তার প্রমাণ তুলে ধরেন। দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ার স্ত্রীর বিরুদ্ধে সরকারি তদন্ত শুরু হতে চলেছে। ফলে তাঁর পুরসভার চাকরিও এখন অকূল পাথারে।