শেষ আপডেট: 22nd October 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে বড়সড় দুর্ঘটনা। ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নীচে ১৪ জনের আটকে থাকার আশঙ্কা। সকলেই শ্রমিক বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর হেন্নুর এলাকায় এই ঘটনা ঘটে। সেই সকলেই ওই বহুতলে কাজ করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপরই দেখা যায় ওই বহুতল ভেঙে পড়েছে। গোটা এলাকা ধুলোয় ভরে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে।
এরপর দমকল উদ্ধারকাজ শুরু করলে তিনজনের দেহ উদ্ধার হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা কারণ এখনও ১৪ জনের খোঁজ মিলছে না। সকলেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে।
কী কারণে এই দুর্ঘটনা? অনেকে মনে করছেন বেঙ্গালুরুতে বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। লাগাতার বর্ষণের ফলে বাড়ি ভেঙে পড়তে পারে মাটি আলগা হয়ে। কিন্তু কারও কারও সন্দেহ নিম্ন মানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছিল তাই এই দুর্ঘটনা। আসল বিষয়টি কী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।