শেষ আপডেট: 6th July 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২২ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত চলবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট অধিবেশন।
আগামী ২৩ জুলাই তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ করা হবে। শনিবার একথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি সংসদে বাজেট অধিবেশন রাখার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ২২ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হবে আগামী ২৩ জুলাই।'
Hon’ble President of India, on the recommendation of Government of India, has approved the proposal for summoning of both the Houses of Parliament for the Budget Session, 2024 from 22nd July, 2024 to 12 August, 2024 (Subject to exigencies of Parliamentary Business). Union Budget,…
— Kiren Rijiju (@KirenRijiju) July 6, 2024
এর আগে লোকসভা ভোট পূর্ববর্তী সময় গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নির্মলা। নির্বাচনের কারণে অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশ করেন। এবার গোটা বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি। এই নিয়ে টানা সাতবার বাজেট পেশ করবেন নির্মলা। প্রথম অর্থমন্ত্রী হিসাবে এই বিরল কীর্তি গড়তে চলেছেন তিনি। এর আগে মোরারজি দেশাই টানা ৬ বার বাজেট পেশ করেছিলেন।
এখনও পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মূলত সংস্কারমুখী বাজেট পেশ করে এসেছে। তাই তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট কেমন হতে পারে, আপাতত নজর সেদিকেই। মোদী ৩.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে চাকরিজীবীদের উপর বিশেষ নজর থাকবে। অন্তর্বতীকালীন বাজেট থেকে তেমন কিছুই হাতে পাননি চাকুরিজীবীরা। তাই প্রত্যাশার পারদ তুঙ্গে। শুধু তাই নয়, কী ধরনের কর্মক্ষেত্র তৈরি করা যাবে তার উপরও নির্ভর করছে অনেক কিছু।
চাকুরিরত ব্যক্তিদের আয়করে ছাড় ও করের ছাড়ের বিষয়েও পরিবর্তনের প্রত্যাশা রয়েছে। যাদের বার্ষিক আয় ১৫ লাখ টাকার বেশি সরকার তাঁদের কিছু কর ছাড় দিতে পারে বলে অনুমান অর্থনীতিবিদদের। এছাড়াও বেতনভোগী কর্মীরা পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা ও অষ্টম বেতন কমিশন গঠনের প্রত্যাশাও করছেন। লোকসভায় এবার সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। শরিকদের কথা মাথায় রেখে বাজেট পেশ করতে হবে মোদী সরকারের অর্থমন্ত্রীকে।