শেষ আপডেট: 23rd July 2024 07:33
দ্য ওয়াল ব্যুরো: গতবারই দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে ভেঙে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নির্মলা সীতারামন।
নরেন্দ্র দামোদর দাস মোদীর মন্ত্রিসভার তৃতীয় মেয়াদেও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নির্মলা। আর কিছুক্ষণ পরেই আগামী পাঁচ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা।
টানা সাতবার বাজেট পেশের সূত্রে ইতিহাসের পাতায় ঢুকে পড়বে বর্তমান অর্থমন্ত্রীর নাম। এর আগে ২০২০ সালে টানা ২ ঘণ্টা ৪২ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন নির্মলা। দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ডও তখন থেকে তাঁর ঝুলিতে। এবারের বাজেট সময়ের নিরিখে গতবারের রেকর্ড ভাঙে কিনা, কৌতূহল রয়েছে তা নিয়েও।
এর আগে টানা ৬ বার সাধারণ বাজেট পেশ করার রেকর্ড ছিল মোরারজি দেশাইয়ের। তবে একাধিক দফায় মোরারজি দেশাই মোট ১০ বার সাধারণ বাজেট পেশ করেছিলেন। তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রীও। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ন'বার দেশের বাজেট পেশ করেছেন, তবে একটানা নয়।
আবার দেশের এমন তিনজন অর্থমন্ত্রী রয়েছেন যাঁরা বাজেটই পেশ করার সুযোগ পাননি! কারা এরা? সংসদ সূত্রের খবর, এরা হলেন কেসি নিয়োগী , হেমবতী নন্দন বহুগুণা এবং এনডি তিওয়ারি।
স্বাধীন ভারতের দ্বিতীয় অর্থমন্ত্রী কেসি নিয়োগী মাত্র ৩৫ দিন অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। একইভাবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং চারবারের সাংসদ হেমবতী নন্দন বহুগুণা মাত্র ৯০ দিনের জন্য অর্থমন্ত্রী ছিলেন। প্রথম দু'জনের চেয়ে বেশি সময় অর্থমন্ত্রীর পদে থাকলেও বাজেট বক্তৃতা পড়ার সুযোগ পাননি নারায়ণ দত্ত তিওয়ারিও। সেই সূত্রে বাজেট সংক্রান্ত পুরনো ইতিহাসের প্রসঙ্গ এলে এই তিন অর্থমন্ত্রীর নামও উঠে আসে ।