শেষ আপডেট: 23rd July 2024 13:31
দ্য ওয়াল ব্যুরো: পরিসংখ্যান বলছে, গত পাঁচ দশকের মধ্যে এই প্রথম দেশে বেকারত্বের হার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর এনডিএ সরকার বাজেটে বেকারত্ব দূর করার কোনও দিশা দেখাতে পারেন কিনা তা নিয়ে কৌতূহল ছিল সব মহলে।
এদিন বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, বছরে ১ কোটি তরুণ তরুণী দেশের ৫০০টি শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্ন করার সময় প্রতিমাসে ৫ হাজার টাকা ভাতাও দেওয়া হবে তাঁদের। এছাড়াও সরকার এককালীন ৬ হাজার টাকা সহায়তা দেবে। পুরো বিষয়টি কার্যকর করতে সরকার নয়া প্রকল্প চালু করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নির্মলা এদিন জানিয়েছেন, এই ইন্টার্নশিপের ১০ শতাংশ টাকা কোম্পানিগুলিকেই দিতে হবে। তাদের সিএসআর ফান্ড থেকে এই টাকার বন্দোবস্ত করতে হবে কোম্পানিগুলিকে। তা ছাড়া ট্রেনিংয়ের ব্যবস্থাও তাদেরই করতে হবে। বাকি খরচ বহন করবে সরকার।
নির্মলার এই ঘোষণার পরই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, “আমি খুশি যে কংগ্রেসের ইস্তাহারে ঘোষণা করা প্রকল্প সরকার গ্রহণ করেছে। লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহারের ৩০ নম্বর পৃষ্ঠায় কর্মসংস্থানের সুযোগ বা়ড়ানোর জন্য ইন্টার্নশিপের কথা বলা হয়েছে।”
#WATCH | Presenting Union Budget, Finance Minister Nirmala Sitharaman says, "The Government will launch a scheme to provide internship opportunities to 1 crore youth in 500 top companies with Rs 5000 per month as internship allowance and one-time assistance of Rs 6000." pic.twitter.com/v95f2PKTwV
— ANI (@ANI) July 23, 2024
পর্যবেক্ষকদের মতে, প্রকল্পের মূল দর্শন হল, ৫ হাজার টাকার বেতনে ইন্টার্ন করতে করতে অনেকেই নিজেকে সংশ্লিষ্ট কোম্পানিতে কাজের উপযোগী করে তুলতে পারবেন। সে ক্ষেত্রে দেশজুড়ে বাড়তে থাকা বেকারত্বর সমস্যা অনেকখানি লাঘব হতে পারে।
তবে এই প্রসঙ্গেই বিরোধীরা টেনে আনছেন ২০১৪ সালের মোদী সরকারের দেওয়া ভোট প্রতিশ্রুতির কথা। ওই ভোটে বছরে ২ কোটি করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। সেই নিরিখে গত ১০ বছরে ২০ কোটি বেকার ছেলেময়ের চাকরি হওয়া উচিত ছিল। সেখানে বছরে ১ কোটি ইন্টার্নকে পাঁচ হাজার টাকার মাইনের কাজ দেওয়া নিয়ে কটাক্ষের সুরে বিরোধীরা বলছেন, " ৯০০ ইঁদুর খেয়ে বিড়ালের হজযাত্রা আর কী! ৫০ বছরে বেকারত্ব সর্বোচ্চে পৌঁছেছে। টাকার দাম সর্বনিম্নে এসে ঠেকেছে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। সেখানে ৫ হাজার টাকার মাইনেতে কী হবে?"