শেষ আপডেট: 1st February 2025 12:31
দ্য ওয়াল ব্যুরো: শুধুই মাটির পৃথিবী নয়। আকাশের দুনিয়াতেও খোয়াব দেখালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ সংসদে বাজেট ঘোষণায় তিনি জানান, আগামি দশ বছরের জন্য একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। যার মধ্যে দেশের ১২০টি নতুন জায়গাকে জুড়বে বিমান পরিবহন ব্যবস্থা। এর জন্য যে উড়ান প্রকল্প আগে থেকে চালু ছিল, তাতে রদবদল ঘটানো হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে পুরোনো বিধি ও লক্ষ্যমাত্রা।
উল্লেখ্য, আম নাগরিকদের দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘উড়ে দেশ কা আম নাগরিক’ সংক্ষেপে ‘উড়ান স্কিম’ চালু করা হয়। এবারের বাজেটে তাতে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। পাখির চোখ সামনের ১০ বছর। তার আগে নতুন ১২০টি জায়গাকে বেছে নিয়েছে সরকার। ২০৩৫-এর মধ্যে এই নয়া কেন্দ্রগুলিকে উড়ান মানচিত্রে জুড়ে দেওয়া হবে। যার ফলে উপকৃত হবেন ৪ কোটি সাধারণ নাগরিক।
পুরোনো উড়ান স্কিমের অধীনে রয়েছে দেশের ৮৮ টি বিমানবন্দর। রুটের সংখ্যা ৬১৯। বিমানবন্দর ছাড়াও জল-বিমানবন্দর (২টি) এবং হেলিপোর্ট (১৩টি) এই প্রকল্পের আওতায় রয়েছে। আগামি দশ বছরের মধ্যে এই পরিসংখ্যান এক লাগে অনেকটাই বাড়তে চলেছে। দাবি অর্থমন্ত্রীর।
আজ বাজেট ঘোষণায় নির্মলা জানান, সারা বিশ্বের উড়ান বিপণনে ভারত উল্লেখজনক উন্নতি করেছে। বাজার বেড়েছে। চাহিদা বেড়েছে। তাই অন্তর্দেশীয় বিমান পরিষেবায় গতি আনতে ১৭০০টি নতুন বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা বিশ্বের মধ্যে যা সর্বাধিক। এর জেরে এয়ারপোর্টে অথারিটি অফ ইন্ডিয়া তাদের মূলধনী ব্যায় নতুন করে সাজানোরও সিদ্ধান্ত নিয়েছে।