শেষ আপডেট: 1st February 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় আইআইটির সংখ্যা বৃদ্ধি করার ঘোষণা করেছেন। তিনি জানান, গত ১০ বছরে ২৩টি আইআইটিতে পড়ুয়া সংখ্যা কার্যত ১০০ শতাংশ বেড়েছে। এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে, ২০১৪ সালের পর তৈরি হওয়া ৫টি আইআইটিতে পরিকাঠামো বৃদ্ধি করা হবে সাড়ে ৬ হাজার পড়ুয়াদের জন্য।
নির্মলা সীতারামন জানিয়েছেন, গত ১০ বছরে ২৩টি আইআইটিতে পড়ুয়া সংখ্যা বেড়েছে ৬৫ হাজার থেকে ১ লক্ষ ৩৫ হাজার। এছাড়া এই বাজেটে এআই ক্ষেত্রকে শিক্ষাক্ষেত্রে অন্তর্ভূক্ত করার জন্য ৫০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব আনা হয়েছে। অন্যদিকে অর্থমন্ত্রী এও ঘোষণা করেন যে, আগামী ৫ বছরে দেশজুড়ে ৫০ হাজার অটল টিঙ্কারিং ল্যাব তৈরি করা হবে। সব সরকারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবাও চালু করা হবে।
আট কোটি মহিলা, এক কোটি সদ্য মা হওয়া মহিলা এবং ১৮ লক্ষ পড়ুয়ার জন্যও বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। পাশাপাশি আগামী এক বছরে ১০,০০০টি নতুন মেডিক্যাল স্নাতক (MBBS) ও স্নাতকোত্তর (PG) আসন সংযোজিত হবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বাজেট শুরুর মুখেই মহাকুম্ভে পদপিষ্ট হওয়া নিয়ে আলোচনার দাবি তুলতে শুরু করে বিরোধীরা। বাজেট ভাষণের শুরু থেকেই বিরোধী দলগুলি সম্মিলিতভাবে এনিয়ে আলোচনার দাবি তোলে। শেষ পর্যন্ত বাজেট প্রস্তাব পাঠ শুরু হলে একযোগে বিরোধী দলগুলি লোকসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে যায়।
বাজেট পেশ শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই বাজেট উৎপাদন বৃদ্ধি, সর্বাত্মক উন্নয়ন, বেসরকারি বিনিয়োগে জোর দেবে। আমাদের লক্ষ্য হল বিকশিত ভারত। আগামী পাঁচ বছরে আমাদের সামনে সবকা বিকাশের সুবর্ণ সুযোগ রয়েছে। বাজেটে ৬টি ক্ষেত্রকে সংস্কারের দিকে নজর দেওয়া হয়েছে। সেগুলি হল, কর সংস্কার, বিদ্যুৎ, নগরোন্নয়ন, খনি, ব্যাঙ্কিং এবং রেগুলেটরি সংস্কার।