শেষ আপডেট: 31st January 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: সংসদের বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সংবাদমাধ্যমের সামনে তাঁর বক্তব্য জানিয়েছেন। এবং তা করতে গিয়ে তিনি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জন্য বিশেষ করে দুর্গা এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ কামনা করেছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, এই বাজেটে (Budget 2025 Income Tax) মধ্যবিত্তদের জন্য কর ছাড় বা আর্থিক স্বস্তি আসতে পারে কি না।
প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "নবীন উদ্ভাবন, সমাবেশি নীতি এবং বিনিয়োগ হবে ভারতের অর্থনৈতিক রোডম্যাপের ভিত্তি।" প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বার্তার পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) এদিন অর্থনৈতিক সমীক্ষা ২০২৪-২৫ সংসদে পেশ করেছেন। শনিবার ১ ফেব্রুয়ারি তিনি তাঁর অষ্টম বাজেট পেশ করবেন।
কর ছাড়ের সম্ভাবনা ও নতুন কর কাঠামো ( Present Income Tax slabs and Budget 2025 expectations)
বর্তমানে করদাতাদের বড় অংশই নতুন কর ব্যবস্থায় স্থানান্তরিত হয়েছে। সরকারি তথ্য অনুসারে, ৭২% করদাতা ইতিমধ্যেই নতুন কর কাঠামোর আওতায় এসেছেন।
মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, নতুন কর কাঠামোতে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে:
১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হতে পারে।
১৫-২০ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে নতুন ২৫% কর হার চালু হতে পারে।
বর্তমান নতুন কর কাঠামোর হার: (Present Income Tax Slabs)
আয় সীমা (টাকা) কর হার
০ - ৩ লক্ষ শূন্য
৩ - ৭ লক্ষ ৫%
৭ - ১০ লক্ষ ১০%
১০ - ১২ লক্ষ ১৫%
১২ - ১৫ লক্ষ ২০%
১৫ লক্ষের বেশি ৩০%
সাম্প্রতিক বছরগুলোতে মুদ্রাস্ফীতি ও মজুরি না বাড়ার কারণে মধ্যবিত্ত শ্রেণি বেশ চাপে রয়েছে। তাই ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কর ছাড়ের মাধ্যমে সাধারণ মানুষের উপর করের বোঝা কমানো হতে পারে বলে অনেকে আশাবাদী। এখন সবার নজর ১ ফেব্রুয়ারির বাজেট ঘোষণার দিকে।