শেষ আপডেট: 1st February 2025 11:57
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার তাঁর বাজেট বক্তৃতায় (Budget 2025) নতুন কৃষি প্রকল্প ঘোষণা করেছেন। যার নাম প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা ( Prime Minister Dhan Dhanya Krishi Yojana - PMDDKY)। নির্মলা জানিয়েছেন, এই প্রকল্পটি কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য চালু করা হচ্ছে এবং প্রথম পর্যায়ে ১০০টি কৃষি জেলায় বাস্তবায়িত হবে।
প্রকল্পটি রাজ্য সরকারের সহযোগিতায় পরিচালিত হবে এবং "উচ্চাকাঙ্খী জেলা কর্মসূচি" (Aspirational Districts Programme) অনুযায়ী গড়ে তোলা হবে। উল্লেখ্য, অ্যাসপিরেশনাল তথা উচ্চাকাঙ্খী জেলা কর্মসূচি ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন, যা ১১২টি জেলায় বাস্তবায়িত হয়। PMDDKY-ও একইভাবে কৃষি উন্নয়নকেন্দ্রিক জেলাগুলিতে কার্যকর করা হবে।
এই প্রকল্পের মাধ্যমে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, সেচব্যবস্থার উন্নয়ন এবং চাষিদের আয়ের বৃদ্ধি নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে, এই পদক্ষেপ দেশের কৃষি উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা নতুন সুবিধা পেলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সরকারি নীতির আওতায় নতুন এই প্রকল্পটি কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষককল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।