নির্মলা সীতারামন।
শেষ আপডেট: 1st February 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে বড় ঘোষণা করেছেন। এবার ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত থাকবে, যা মধ্যবিত্ত শ্রেণির জন্য এক গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা। নতুন আয়কর কাঠামো অনুসারে, এই করছাড়ের ফলে দেশের সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।
অর্থমন্ত্রী তাঁর ভাষণে বলেন, "মধ্যবিত্ত শ্রেণি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের করের বোঝা কমানোর জন্য আমরা বিভিন্ন সময়ে পদক্ষেপ করেছি। এবার আমরা ঘোষণা করছি যে ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে।"
বিশেষজ্ঞদের মতে, নতুন আয়কর কাঠামোর ফলে চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীদের ব্যবহারযোগ্য আয় (disposable income) বৃদ্ধি পাবে, যা খরচের পরিমাণ বাড়িয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আয়করের ক্ষেত্রে অন্যতম বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপ মধ্যবিত্তের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি খরচের প্রবণতাও বাড়াবে বলে সরকারের দাবি।
এ ছাড়াও প্রত্যক্ষ কর তথা ডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থায় এবার বড় সংস্কারের পথে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। শনিবার বাজেট বক্তৃতায় (Budget 2025) তা স্পষ্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী ঘোষণা করেন, নতুন আয়কর বিল (New Income Tax Bill) তথা ডাইরেক্ট ট্যাক্স কো়ড (Direct Tax Code - DTC) আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে। নতুন কর আইনটি আয়কর সংক্রান্ত জটিলতা কমাবে এবং করদাতাদের জন্য এটি আরও সহজবোধ্য হবে। পাশাপাশি, কর সংক্রান্ত মামলার সংখ্যা হ্রাস করা এবং দীর্ঘদিনের কিছু অস্পষ্টতা দূর করা এই সংস্কারের অন্যতম লক্ষ্য।