নির্মলা সীতারামন।
শেষ আপডেট: 1st February 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সাধারণ বাজেট বক্তৃতায় ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, ব্যক্তিগত আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও করই দিতে হবে না। চাকরিজীবীদের জন্য সেই সুরাহা আরও বৃহত্তর। তাঁরা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ আরও ৭৫ হাজার টাকা ছাড় পাবেন। অর্থাৎ ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।
সাধারণ বাজেট ঘোষণার আগে থেকেই শিল্পমহল ও সাধারণ মধ্যবিত্তের দাবি ছিল, বাজেটে আয়করে (Budget 2025 Income Tax) ছাড় দেওয়া হোক। কারণ যে হারে মুদ্রাস্ফীতি হয়েছে, তাতে কর ছাড় না বাড়ালে মানুষের হাতে বেশি টাকা থাকছে না। সার্বিক ভাবে সেই দাবির মুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবারই এক প্রস্ত ইঙ্গিত দিয়েছিলেন। দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির জন্য দুর্গা এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ কামনা করেছিলেন তিনি। শনিবার বাজেট বক্তৃতায় তা আরও স্পষ্ট করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন বলেন, "প্রত্যক্ষ কর ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্যই হল ব্যক্তিগত আয়করে মধ্যবিত্ত শ্রেণিকে সুরাহা দেওয়া। সেই সঙ্গে স্বেচ্ছায় আয় ঘোষণার পথ প্রশস্ত করা। তা ছাড়া উৎসমূলে কর আদায়ের হার কমিয়ে প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধা করে দেওয়া।" নির্মলার কথায়, মধ্যবিত্ত শ্রেণিই দেশের চালিকা শক্তি। তাই এই বাজেটে তাঁদের জন্য বড় সুরাহার ব্যবস্থা করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে নতুন আয়কর হার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Budget 2025 New Income Tax Slabs)। পরিবর্তিত তথা নয়া কর কাঠামোয় (New Tax Structure) বিভিন্ন আয়ের স্তরে করহার পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন আয়কর হার:
এই নতুন কাঠামোতে মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির করদাতারা কিছুটা স্বস্তি পাবেন। ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়েছে, যা কম আয়ের মানুষদের জন্য ইতিবাচক। পাশাপাশি, ৮-১২ লাখ টাকার ক্ষেত্রে ১০% এবং ১২-১৬ লাখ টাকার ক্ষেত্রে ১৫% কর নির্ধারণ করা হয়েছে, যা আগের চেয়ে কিছুটা স্বস্তির বার্তা দেয়। তবে ২৪ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আগের মতোই ৩০% কর বহাল রয়েছে।
এই পরিবর্তন সরাসরি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির করদাতাদের ওপর প্রভাব ফেলবে। আয় কম থাকলে করের বোঝা কমবে, কিন্তু উচ্চ আয়ের ক্ষেত্রে তেমন সুবিধা মিলবে না। বিশেষজ্ঞদের মতে, নতুন কর কাঠামো ভোগ্যব্যয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা অর্থনীতির বৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে।
বিস্তারিত আসছে। কিছুক্ষণ পর এই পেজটি রিফ্রেশ করুন।