শেষ আপডেট: 1st February 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বাজেট মধ্যবিত্তদের জন্য বিরাট স্বস্তি এনে দিয়েছে। কারণ একাধিক জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একই সঙ্গে কিছু জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণাও করেছেন তিনি।
ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে দাম কমবে ওই ওষুধগুলির। স্বাভাবিকভাবেই বলা যায়, এই ঘোষণার ফলে মধ্যবিত্তরা ভীষণরকম স্বস্তি পেয়েছেন।
বিগত কয়েক বছরে ওষুধের দাম নিয়ে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের। কারণ কয়েক মাস অন্তর দাম বৃদ্ধি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের। এই বাজেটে ক্যানসার সহ দুরারোগ্য একাধিক ওষুধের দাম কমার খবরে আমজনতার স্বস্তি হয়েছে ঠিকই, কিন্তু অনেকেই অন্যান্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত। তাঁদের কথায়, শুধু ক্যানসারের ওষুধের দাম কমালেই তো আর হবে না।
ওষুধের থেকেও বড় ছাড়ের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেটি হল আয়করে। ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত থাকবে, যা মধ্যবিত্ত শ্রেণির জন্য এক গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা। নতুন আয়কর কাঠামো অনুসারে, এই করছাড়ের ফলে দেশের সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নতুন আয়কর স্ল্যাব (২০২৫-২৬):
০-৪ লাখ টাকা: শূন্য কর
৪-৮ লাখ টাকা: ৫% কর
৮-১২ লাখ টাকা: ১০% কর
১২-১৬ লাখ টাকা: ১৫% কর
১৬-২০ লাখ টাকা: ২০% কর
২০-২৪ লাখ টাকা: ২৫% কর
২৪ লাখ টাকার বেশি: ৩০% কর
বিশেষজ্ঞদের মতে, নতুন আয়কর কাঠামোর ফলে চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীদের ব্যবহারযোগ্য আয় (disposable income) বৃদ্ধি পাবে, যা খরচের পরিমাণ বাড়িয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।