শেষ আপডেট: 23rd July 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রতিবারের মতো এবারও বাজেট পেশের আগে আলোচনায় উঠে আসে নির্মলার শাড়ি। ফি বছর নতুন ধরনের শাড়ি পরে বাজেটে বক্তৃতা দেন নির্মলা। বলা ভালো, বিগত কয়েক বছর ধরে বাজেটে আমজনতার জন্য কী কী সুযোগ সুবিধা এল তা দেখার পাশাপাশি অর্থমন্ত্রীর শাড়িও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
সংসদে বিভিন্ন ধরনের শাড়িতে প্রায়ই নজর কাড়েন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিশেষ করে বাজেটে প্রতিবার নির্মলার শাড়ি দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্য, সংস্কৃতি বহন করে। কখনও কখনও তা উপস্থাপিত বাজেটের সূক্ষ্ম আভাসও দেয়।
এবার রেকর্ড ভেঙে সপ্তমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা। তাঁর পরনে ছিল সাদা সিল্কের মঙ্গলগিরি শাড়ি, মেজেন্টা রঙের পাড়ের উপর সোনালি সুতোর কাজ করা। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মঙ্গলগিরি শাড়ির পরেই এবার সেই রাজ্যের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করেন নির্মলা। এদিন অন্ধ্রপ্রদেশের কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ পোলাভারম সেচ প্রকল্পের ফান্ডিংয়ের ঘোষণা করেন অর্থমন্ত্রী। দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা প্রকল্পটি শেষ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এবছরই অন্তর্বর্তী বাজেটে নির্মলা বেছে নিয়েছিলেন নীল রঙের একটি হ্যান্ডলুম শাড়ি। হাতে বোনা ওই তসর শাড়িতে ছিল কাঁথা স্টিচের কাজ। শাড়িটির মধ্যে আঁকা পাতা বাংলায় সূক্ষ্ম সুচের কাজ তুলে ধরে। পশ্চিমবঙ্গের ঐতিহ্যের ওই শাড়ি যেন এরাজ্যের কৃষি, মৎস্য, অর্থ বিভাগের দিকে নজর দিয়েছিল। ২০২৪-২৫ অর্থবর্ষে মৎস্য বিভাগের জন্য ২,৫৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়। যা ছিল সর্বোচ্চ বার্ষিক বরাদ্দ। এটি আগের আর্থিক বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি ছিল।
২০২৩ সালের বাজেট পেশের সময় নির্মলা সীতারামনের পরনে ছিল লাল রঙের শাড়ি। টেম্পল বর্ডার ওই শাড়িটিও ছিল সুন্দর। কর্ণাটকের ধারওয়াদ এলাকার ইলকাল শাড়ি ইক্কত শাড়ি। সেই শাড়ি পরেই গত বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কর্ণাটকের রাজ্যসভার সাংসদ।
এছাড়া ২০২২ সালের বাজেট পেশের সময় নির্মলা সীতারামন বেছেছিলেন বোমকাই শাড়ি। ওড়িশা এই ধরনের শাড়ির জন্মস্থান। ২০২১ সালে বাজেট পেশের সময় নির্মলা সীতারামন বেছে নিয়েছিলেন পোচামপল্লি শাড়ি। লাল-সাদা সিল্কের ওই শাড়িটিও বেশ নজর টেনেছিল। আঁচলে ছিল ইক্কতের প্যাটার্ন। ২০২০ সালে নির্মলা সীতারামনের পরনে ছিল সোনালি হলুদ রঙের সিল্কের শাড়ি। সঙ্গে নীল রঙের পাড়। ২০১৯ সালের প্রথমবার বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারামন। সেই বছর তিনি পরেছিলেন উজ্জ্বল গোলাপি রঙের সোনালি পাড়ের মঙ্গলগিরি শাড়ি। প্রথম বাজেটেই ব্রিফকেসের বদলে 'বহি-খাতা' এনেছিলেন তিনি। বাজেটের নথি সিল্কের কাপড় দিয়ে মোড়ানো ছিল। যার উপর ছিল জাতীয় প্রতীক।
এদিন সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে বাজেট অনুমোদনের পর লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।