শেষ আপডেট: 23rd July 2024 13:17
দ্য ওয়াল ব্যুরো: চাকরিজীবি ও মধ্যবিত্ত শ্রেণির প্রত্যাশার কথা মাথায় রেখে সাধারণ বাজেটে আয়করে বড় ছাড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এদিন বাজেট ঘোষণার একেবারে শেষ পর্যায়ে এসে অর্থমন্ত্রী বলেন, কর কাঠামোর সরলীকরণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তা মাথায় রেখে নতুন কর ব্যবস্থায় চাকরিজীবিদের সুবিধার জন্য নতুন ঘোষণা করছি। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ এর আগে ৫০ হাজার টাকা বাদ যেত। এবার তা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল। শুধু তাই নয়, পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল।
Budget 2024| Income Tax New Rates| বাজেটে আয়করের নতুন হার ঘোষণা নির্মলার#TheWallBangla #BudgetSession2024 #NirmalaSitharaman pic.twitter.com/e0YMxqXTPl
— The Wall (@TheWallTweets) July 23, 2024
নির্মলা সীতারামন জানিয়েছেন, নতুন কর ব্যবস্খায় কর হারের নতুন স্ল্যাব হবে এই রকম। ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে কর আদায়ের হার হবে শূন্য অর্থাৎ ০ %। ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন কর হার হবে ৫ শতাংশ। ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর ধার্য করা হবে। ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার হবে ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ হারে কর আদায় করা হবে। আর কারও আয় ১৫ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।
#WATCH | On personal income tax rates in new tax regime, FM Sitharaman says, "Under new tax regime, tax rate structure to be revised as follows - Rs 0-Rs 3 lakh -Nil; Rs 3-7 lakh -5% ; Rs 7-10 lakh-10% ; Rs 10-12 lakh-15%; 12-15 lakh- 20% and above Rs 15 lakh-30%." pic.twitter.com/zQd7A4OsnT
— ANI (@ANI) July 23, 2024
নির্মলা সীতারামন এদিন বলেন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের বর্ধিত ছাড়ের জন্য ৪ কোটি বেতনভুক ও পেনশনভোগী উপকৃত হবেন। আর নয়া করা কাঠামোর জন্য চাকরিজীবিদের বছরে কম করে ১৭ হাজার টাকা সাশ্রয় হবে।