শেষ আপডেট: 27th August 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগে থেকে জল্পনা ছিল রাজনীতি থেকে এবার অবসর নিতে চলেছেন দলীত নেত্রী মায়াবতী। বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী মঙ্গলবার নিজেই ঘোষণা করেছেন, তিনিই ফের দলের সর্ব ভারতীয় সভাপতি পদে থাকছেন।
উত্তর প্রদেশের তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী মঙ্গলবার আরও ঘোষণা করেছেন, দলকে নতুন করে সাজাতে চান তিনি।
মাস কয়েক আগেই নিজের ভাইপোকে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক পদে বসিয়েছেন তিনি। ফলে বিএসপি-তে পরিবারতন্ত্রই আরও জোরদার হল।
ফের দলের শীর্ষ পদে বসলেও বিগত পাঁচ-সাত বছর যাবত মায়াবতী সক্রিয় রাজনীতি থেকে দূরে আছেন। তাঁর নিষ্ক্রিয়তা কতটা শারীরিক অসুস্থতা, আর কতটা বিজেপির সঙ্গে বোঝাপড়ার কারণে, তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় আছে। শীর্ষ নেত্রীর নিষ্ক্রিয়তার ফলে বিএসপির জমি হারানোর নজির স্পষ্ট নির্বাচনী ফলাফলে।
মায়াবতীর নিষ্ক্রিয়তার সুযোগে জমি ফিরে পাচ্ছে সমাজবাদী পার্টি। রাজ্যে বিধানসভার ১০ আসনে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ বড় চাল দিয়েছেন মায়াবতীকে নিয়েই। বিজেপির এক বিধায়ক মায়াবতী দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ নেত্রী বলে আক্রমণ করেছেন। অখিলেশ ঘোষণা করেছেন, মায়াবতীকে অবমাননার প্রতিবাদে তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা করবেন। উওর প্রদেশের রাজনীতিতে মায়াবতী ও অখিলেশ বুয়া ভাতিজা অর্থাৎ পিসি ভাইপো হিসাবে পরিচিত। অনেকেই মনে করছেন বিধানসভার উপ নির্বাচনে বিএসপির সমর্থন পেতেই এই কৌশল নিয়েছেন অখিলেশ।