শেষ আপডেট: 31st October 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন বেড়েই চলেছে রিচার্জের দাম। এক মাসের রিচার্জ প্ল্যানগুলির দামও বেশ অনেকটা করেই বেড়েছে। সেখানে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল দীপাবলি উপলক্ষে তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এই অফারে, ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের রিচার্জ প্ল্যানে ১০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
এই উৎসবের মরসুমে কোটি কোটি ইউজারদের মুখে হাসি ফুটিয়েছে দেশের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। জেনে নেওয়া যাক কোন রিচার্জ প্লানে এই অফারটি দেওয়া হচ্ছে।
বিএসএনএল-এর ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান
কোম্পানিতে তাদের একটি নির্দিষ্ট প্ল্যানেই ১০০ টাকা ছাড় দিচ্ছে। তার জন্য রিচার্জ করতে হবে ১৯৯৯ টাকা খরচ করে। অফারের পর এই প্ল্যানের দাম হবে ১৮৯৯ টাকা। এতে সুবিধার কোনওরকম কমতি হবে না। অর্থাৎ ১৯৯৯ টাকায় যা যা সুবিধা পাওয়া যাচ্ছিল, তা সবটাই পাওয়া যাবে। এটি একটি এক বছরের রিচার্জ প্ল্যান। অর্থাৎ একবার রিচার্জ করে নিলে, সারা বছর রিচার্জ শেষ হয়ে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এবার দেখে নেওয়া যাক এই প্লেনে কী কী সুবিধা দেয় সংস্থাটি। এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা ৬০০জিবি ডেটা পাবেন। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন ১০০টি বিনামূল্যের এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও রয়েছে। সারা বছর অনুযায়ী এই প্লেনের দাম অনেকটাই কম।
শুধু বিএসএনএলই নয়, এয়ারটেলেরও ১৯৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে। তাতেও পাওয়া যায় বিপুল সব সুবিধা। এই প্ল্যানটিও এক বছরের জন্য ব্যবহার করা যেতে পারে। এই প্ল্যানে, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি এসএমএস এবং ২৪ জিবি ডেটা সহ আনলিমিটেড ফ্রি কলিং পান। এই প্ল্যানে ব্যবহারকারীরা অ্যাপোলো ২৪/৭, উইঙ্ক মিউজিক, স্প্যাম সুরক্ষা এবং এক্সট্রিম প্লে-এর মতো সুবিধাও পাওয়া যায়। তবে এয়ারটেলে বিএসএনএল এর তুলনায় অনেক কম ডেটা দেওয়া হয়।