শেষ আপডেট: 14th November 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের জিরিবাম জেলায় জনজাতি মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেল পুলিশ। উঠে এল চাঞ্চল্যকর তথ্য। দেহের ৯৯ শতাংশই পুড়ে গিয়েছিল তাঁর। ভাঙা ছিল বেশ কয়েকটি হারও। ওই মহিলাকে জ্বালিয়ে দেওয়ার আগে অত্যাচারের সঙ্গে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ ওঠে।
মণিপুরের জিরিবাম জেলার জাইরন গ্রামে ওই জনজাতি মহিলাকে বাড়িতে ঢুকে সশস্ত্র হামলাকারীরা নৃশংসভাবে হত্যা করে। তাঁর স্বামী যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনা ৭ নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবারের। ৩১ বছরের ওই মহিলাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়।
দেহের ময়নাতদন্ত হয় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশের হাতে এল ময়নাতদন্তের রিপোর্ট। জানা গিয়েছে, শরীরে গভীর ক্ষত ছিল ৮টা। সঙ্গে বেশ কিছু হার ভাঙা ছিল এবং মাথার খুলি শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল প্রায় পুরোটাই।
রিপোর্টে আরও জানানো হয়, ডান হাত ও দুই পা ভাঙা ছিল। মুখের কোনও হারই পাওয়া যায়নি। ডানদিকের থাইয়ের পিছন দিকে একটি গভীর ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। বাঁ দিকের পায়েও ক্ষত মিলেছে। একটি ধাতব নখের মতো বস্তু পাওয়া গিয়েছে। যা ওই বাঁ দিকের থাইতে আটকে ছিল। দেহের বেশিরভার অংশই পুড়ে যাওয়ায় খুব বেশি কিছু পাওয়া যায়নি। অনেক অংশই মিসিং ছিল।
থার্ড ডিগ্রি বার্ন, শরীরের ৯৯ শতাংশ পুড়ে যাওয়া এবং সেই থেকে শক পেয়ে মৃত্যু। এমনই ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয় মৃত্যুর কারণ হিসেবে।
ওইদিন মহিলাকে মারার সঙ্গেই জিরিবামের জাইরোন হমার গ্রামে অন্তত ১৬টি বাড়িতে অতর্কিতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। নির্যাতিতার বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। ভয়ে গ্রাম ছাড়ে বহু মানুষ। আশ্রয় নেয় পার্শ্ববর্তী জঙ্গলে।
এই ঘটনার পর শনিবারও এক মহিলাকে খুন করা হয় মণিপুরের বিষ্ণুপুর জেলায়। জমিতে কাজের সময় মেইতেই কৃষক রমণীকে গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পার্বত্য এলাকা থেকে কুকি জঙ্গির একটি দল এসে এমন করেছে বলে অভিযোগ ওঠে।
প্রসঙ্গত, গতবছর মে মাস থেকে জাতি বিদ্বেষে বিপর্যস্ত মণিপুর। অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে এপর্যন্ত। রাজ্যের রাজধানী ইম্ফল-সহ উপত্যকা এলাকায় রয়েছে মেইতেই সম্প্রদায়। যারা জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ। অন্যদিকে, জঙ্গলে ঘেরা পার্বত্য এলাকায় বসবাস নাগা ও কুকিদের। যারা ৪০ শতাংশ জনসংখ্যায়। এই দুই সম্প্রদায়ের মধ্যেই বিবাদে বার বার অগ্নিগর্ভ হচ্ছে সেখানকার পরিস্থিতি।