শেষ আপডেট: 13th March 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে পরিচয়, সেই থেকে বন্ধুত্ব। ভারতে এসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে হল মারাত্মক পরিণতি। বন্ধুত্বের দাম চোকাতে হল ব্রিটিশ তরুণীকে।
দিল্লির বাসিন্দা কৈলাশের সঙ্গে ব্রিটেনের এক তরুণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বন্ধুত্ব হয়। ভারতে ঘুরতে আসার পরিকল্পনা করেন তিনি। মহারাষ্ট্র ও গোয়া ছিল তাঁর ডেস্টিনেশন। কৈলাশকেও ঘুরতে যাওয়ার অফার দেন। কিন্তু তিনি জানিয়ে দেন, দিল্লি ছেড়ে এই মুহূর্তে যেতে পারবেন না।
এরপর মঙ্গলবার দিল্লি পৌঁছন ওই তরুণী। মহিপালপুরে একটি হোটেল নেন। সেখানে কৈলাশের সঙ্গে দেখা করবেন বলে ঠিক হয়। কৈলাশ প্রথমে একাই হোটেলে পৌঁছন। কথা বলেন তরুণীর সঙ্গে। আকারইঙ্গিতে তরুণী বুঝতে পারেন কোথাও সমস্যা হচ্ছে। সবকিছু ঠিক নেই। তারপরই সাহায্যের জন্য কোনওমতে হোটেলের ঘর থেকে বেরোনোর চেষ্টা করেন। অভিযোগ সেসময় তাঁকে ধর্ষণ করা হয়।
এরপর হোটেল রুম থেকে বেরিয়ে রিসেপশনে পৌঁছনোর চেষ্টা করেন। তরুণীর অভিযোগ, লিফ্টে তাঁর শ্লীলতাহানি করেন ওয়াসিম নামে কৈলাশের এক বন্ধু। সাহায্যের টোপ দিয়ে লিফ্টে উঠেছিলেন তিনি।
পরেরদিন অর্থাৎ বুধবার সকালে তরুণী বসন্তকুঞ্জ পুলিশ স্টেশনে পৌঁছে অভিযোগ দায়ের করেন। নিয়ম অনুযায়ী, পুলিশ বিষয়টি ব্রিটিশ হাই কমিশনে জানায়। হাই কমিশন থেকে তরুণীকে সমস্তরকম সাহায্য করা হচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, কৈলাশ একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। ব্রিটিশ তরুণী জানিয়েছেন, তরুণীর সঙ্গে গুগল ট্রান্সলেট করে কথা বলতেন।
কিছুদিন আগেই হাম্পিতেও এমন ঘটনা হয়। ইজরায়েলি তরুণী আক্রমণের শিকার হন। দেশে পর পর এমন ঘটনায় রীতিমতো আতঙ্কে পর্যটকরা।