প্রতীকী ছবি
শেষ আপডেট: 26th January 2025 17:05
দ্য ওয়াল ব্যুরো: স্বামীর সঙ্গে বেড়াতে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়েন ৯ মাসের অন্তঃসত্ত্বা। মহারাষ্ট্রের অহমদনগরের ২৫ বছরের যুবতী স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হন। গুরুতর আঘাত লাগে মাথায়। কয়েক দিন চিকিৎসার পরে যখন আর সাড়া পাওয়া যাচ্ছিল না, তখনই চিকিৎসকরা নিশ্চিত হন তাঁর 'ব্রেন ডেড' হয়েছে। অবাক করা ব্যাপার হল ওই অবস্থাতেই ওই যুবতী পুত্রসন্তানের জন্ম দেন।
ঘটনা হল, চলতি মাসের ২০ তারিখ অহমদনগরের দম্পতি স্কুটি করে ঘুরতে বেরিয়েছিলেন। স্বামী চালিকের আসনে। পিছনে বসে ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। হঠাৎই পথদুর্ঘটনায় অন্ধকার নেমে আসে দম্পতির জীবনে। স্কুটি থেকে পড়ে গিয়ে মাথায় ব্যাপক চোট পান যুবতী। স্বামীও আহত হন।
দু'জনকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাতেও রক্ষা পাওয়া যায়নি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও অন্তঃসত্ত্বা সাড়া না দেওয়ায় চিকিৎসকরা জানিয়ে দেন তাঁর মস্তিষ্কের মৃত্যু হয়েছে। যখন তাঁর অস্ত্রোপচার করা হয় তখনই রোগিণী পুত্রসন্তান প্রসব করেন। অন্যদিকে, 'ব্রেন ডেড'-এর খবর পেয়ে স্বামী সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রীর অঙ্গদান করবেন।
জানা গিয়েছে, 'ব্রেন ডেড' স্ত্রীর কর্নিয়া, লিভার এবং কিডনি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন শোকাহত স্বামী। নিয়ম অনুযায়ী, দুটো কর্নিয়া, একটি কিডনি এবং লিভার যাঁদের প্রয়োজন, তাঁদের জন্য সংরক্ষিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্য কিডনিটি সংরক্ষণ করা হবে পুণের জোনাল ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেশন সেন্টারে। চিকিৎসকরাও যুবতীর স্বামীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা এও জানিয়েছেন, সদ্যোজাত সুস্থ আছে।