শেষ আপডেট: 4th March 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir) উড়িয়ে দেওয়ার ছক কষেছিল সে! উত্তরপ্রদেশ থেকেই ১৯ বছরের ওই যুবককে গ্রেফতার করা হল। ধৃতের নাম আবদুল রহমান। তাকে গ্রেফতার করেছে গুজরাত (Gujarat ATS) এবং হরিয়ানা পুলিশের (Haryana STF) যৌথ দল। রাম মন্দিরে দুটি বোমা মারার ছক ছিল তার বলে জানতে পেরেছে পুলিশ।
উত্তরপ্রদেশের ফয়জাবাদ থেকে আবদুলকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পেশায় সে কসাই তবে অটোও চালাত। যদিও পুলিশ মনে করছে, এইসব কাজ সে তার আসল পরিচয় লুকানোর জন্য করত। আদতে তাকে পাকিস্তানের আইএসআই ট্রেনিং দিয়ে ভারতে পাঠিয়েছিল নাশকতা করার জন্য। পুলিশ মনে করছে, আইএসআই ছাড়াও একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্র ছিল তার।
হরিয়ানা স্পেশ্যাল টাস্ক ফোর্স আবদুলের ব্যাপারে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করেছিল। পরে তাদের সঙ্গ দেয় গুজরাত পুলিশও। অবশেষে ফয়জাবাদ থেকে তাকে পাকড়াও করতে পারে তাঁরা। ইতিমধ্যে আবদুলকে আদালতে পেশ করে ১০ দিনে হেফাজত পেয়েছে পুলিশ। তাকে জেরা করে আরও বেশ কয়েকজনের নাম পাওয়া যাবে বলে আশা তাঁদের।
সূত্র মারফৎ জানা গেছে, আবদুলের দুটি গ্রেনেড নেওয়ার কথা ছিল হরিয়ানার ফরিদাবাদ থেকে। সেখান একজনের সঙ্গে দেখা করত সে। তারপর সেই গ্রেনেড দুটি নিয়েই অযোধ্যার রাম মন্দিরে যেত আবদুল। তবে ঘটনাচক্রে জেরায় আবদুল জানিয়ে দিয়েছে বোমা কোথায় রাখা ছিল। সেই অনুযায়ী পালি গ্রামের একটি পোড়ো বাড়ি থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
তবে ফরিদাবাদে কার সঙ্গে আবদুল দেখা করত তা জানার চেষ্টায় পুলিশ। তার সন্ধান পেলে ঘটনার আরও গভীরে যাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। হরিয়ানা এসটিএফ-এর সঙ্গে গুজরাত এটিএস এই ঘটনার তদন্ত শুরু করেছে। আবদুলকে আপাতত গুজরাত নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাকে জেরা করা হবে।