শেষ আপডেট: 8th March 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) কনভয়ের (Convoy) রুটে অজান্তেই সাইকেল নিয়ে ঢুকে পড়েছিল। কিন্তু বয়সে ছোট হলেও রেয়াত করা হল না এক কিশোরকে। আচমকাই রং রুটে ঢুকে পড়ার শাস্তি হিসাবে তাঁকে বেধড়ক পেটাল এক পুলিশ (Police)। গুজরাতের (Gujrat) সুরাটের (Surat) ঘটনা।
পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ভুলবশত সেখানে ঢুকে পড়ায় কেন কিশোরকে নির্মমভাবে পেটানো হল তা নিয়ে বিতর্ক শুরু হতেই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর, শুক্রবারই সুরাটের এক জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই যে রাস্তা দিয়ে কনভয় যাওয়ার কথা ছিল, সেখানে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল সুরাট পুলিশ। সেই সময়ই সুরাটের লিম্বায়াতের রাস্তায় সাইকেল চালিয়ে সোজা ঢুকে পড়ে ওই কিশোর। যা দেখেই চূড়ান্ত ক্ষেপে যান অভিযুক্ত সাব ইন্সপেক্টর বি এল গাধভি। এরপরই তাঁর চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি কিশোরকে ঘুষিও মারতে দেখা যায় ইনস্পেক্টরকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলেটির চুলের মুঠি ধরে জোরে জোরে ঝাঁকিয়ে দিচ্ছেন কর্তব্যরত ওই অফিসার। এরপর সপাটে মারেন ঘুষি। ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়। পরিস্থিতি সামাল দিতে এরপরই তড়িঘড়ি অভিযুক্ত অফিসারের ডিউটি বদলে দেওয়া হয় বলে খবর।
A police officer who allegedly harassed a young boy during Prime Minister Narendra Modi’s convoy movement in Surat has faced disciplinary action. Following media reports and public outrage, a formal notice has been issued against him, and he has been fined a portion of his salary pic.twitter.com/gUAOxvLDVb
— ???????????????????????????????????????? ???????????????? (@sdipalkumar) March 7, 2025
সুরাট ট্রাফিক কন্ট্রোলের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে ওই অফিসারকে প্রথমে সুরাটের পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো হয়। পরে ওই অফিসারকে মোরবিতে বদলি করা হয়েছে।
সুরাট পুলিশ জানিয়েছে, এমন আচরণ একেবারেই বরদাস্ত নয়। ইতিমধ্যে কিশোরের বয়ান নথিভুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, ওই ছেলেটি সম্প্রতি এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে সুরাটে এসেছে। তার মধ্যেই ঘটে যায় চরম অঘটন।