শেষ আপডেট: 19th January 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: বোনের সঙ্গে খেলতে খেলতে গলায় দোলনার দড়ি জড়িয়ে যায় ১৩ বছরের কিশোরের। দম আটকে শেষে মারাই গেল ছোট্ট অর্জুন। ঘটনা মধ্যপ্রদেশের ভোপালের।
মধ্যপ্রদেশ নগর থানার পুলিশ আধিকারিক জয়হিন্দ শর্মা জানান, কিশোরের মা পরিচারিকার কাজ করেন। শনিবার তিনি যখন কাজে বেরিয়ে যান, সেই সময় বোনের সঙ্গে বাড়িতেই ছিল অর্জুন। হঠাৎ করে বোন কান্না জুড়ে দেয়।
জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বোনের কান্না থামাতে তাকে দোলনায় বসায় অর্জুন। দোল খাওয়াতে খাওয়াতে হঠাৎই কিশোরের গলায় আটকে যায় দোলনার দড়ি। প্যাঁচ খুলতে না পেরে কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে পড়ে সে।
ঘটনাস্থলের কাছেই এক কিশোর তখন খেলা করছিল। সেই অর্জুনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে নিজের দাদাকে ডেকে আনে। খবর পেয়ে তারপর সেখানে ছুটে আসেন প্রতিবেশীরা।
সেই অবস্থায় অর্জুনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, অর্জুনের মৃত্যুতে পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। খুন করা হয়েছে এমন সন্দেহও নেই তাঁদের।
শেষ পাওয়া খবর, অর্জুনের ময়নাতদন্তের পরে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।