শেষ আপডেট: 11th March 2025 23:16
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের সেনাপতি জেলায় দুর্ঘটনা। মঙ্গলবার একটি বাস গভীর খাদে পড়ে যায়। তিনজন বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আটজন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি চাংওউবুং গ্রামে হয়। মণিপুরের বর্তমান অশান্ত পরিস্থিতির কারণে সেখানে বিএসএফ জওয়ান মোতায়েন রয়েছে।
মৃত জওয়ানদের দেহ সেনাপতি জেলা হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লা দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও সুস্থতা কামনা করেছেন আহত জওয়ানদের।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।