শেষ আপডেট: 28th September 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারিতে মুম্বই মাতাতে আসছে ব্রিটিশ ব্যান্ড 'কোল্ড প্লে'। যা নিয়ে তুঙ্গে উন্মাদনা। বুক মাই শো-র তরফে ওই কনসার্টের টিকিট বিক্রি করা হয় রবিবার। সেল শুরুর কয়েক সেকেন্ড আগেই ক্র্যাশ করে যায় বুক মাই শো-র ওয়েবসাইট। পরে ওয়েবসাইট ঠিক হয়ে টিকিট বিক্রি শুরু হলেও অনেকেই টিকিট পায়নি। এবার এই টিকিটের কালোবাজারির জন্য বুক মাই শো-র কর্ণধার আশিস হেমরাজানিকে তলব করল মুম্বই পুলিশ। এক আইনজীবীর করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
জানুয়ারির ১৯ থেকে ২১-এর মধ্যে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কনসার্ট হওয়ার কথা 'কোল্ড প্লে'-র। অধীর অপেক্ষায় ভক্তরা। ফলে টিকিট নিয়ে কার্যত কাড়াকাড়ি অবস্থা। এই সুযোগকে কাজে লাগিয়েই কালোবাজারি চলছে বলে অভিযোগ জানান আইনজীবী অমিত ব্যাস।
পুলিশকে তিনি জানান, ২ হাজার ৫০০ টাকার টিকিট আছে বলে জানায় সংস্থা। কিন্তু টিকিট বিক্রি শুরু হতেই এই দামের তেমন কোনও টিকিট পাওয়া যায়নি। এই ২ হাজার ৫০০ টাকার টিকিটই লোকে ৩ লক্ষ টাকা পর্যন্ত দামে বিক্রি করছে অবৈধ ভাবে।
আইনজীবীর তরফে অভিযোগে জানানো হয়, বুক মাই শো ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ডের অনুরাগীদের ঠকিয়ে এভাবে টিকিট বিক্রি করছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। অন্যদিকে মুখ্যমন্ত্রী একনাথ শিনডে বলেন, 'অনলাইনে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। অনেক অনুরাগীরই মন ভাঙে। টিকিটের কালোবাজারির পিছনে কোনও একটা চক্র কাজ করেছে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমার বিশ্বাস এই ধরনের ঘটনা এড়াতে জনসাধারণের ভূমিকাও প্রয়োজন।' এদিকে বিজেপি মুখপাত্র রাম কদমের কথায়, 'এমন ঘটনার সঙ্গে যুক্ত মানুষজনের জেল হওয়া উচিত। রাজ্যে কোনও ধরনের কালোবাজারি আমরা বরদাস্ত করব না।'