Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Bones Found in Bengaluru Apartment Drain

বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদের

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহাবশেষগুলি কত দিনের পুরনো, কীভাবে ওখানে এল, সেটিও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন গোটা বিষয়টি।

বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 June 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর বেগুর এলাকার একটি আবাসনের ভিতরে থাকা পরকোলেশন পিট থেকে উদ্ধার হল মানুষের খুলি ও হাড়গোড়। পুলিশ জানিয়েছে, ১৬ জুন বৃষ্টির জল মাটির নীচে পাঠানোর জন্য ওই পিট পরিষ্কার করতে যান কয়েকজন। পাওয়া যায় মাথার খুলি ও কঙ্কাল।

ঘটনাটি নিউ মাইকো লেআউটের ‘এমএন ক্রিডেন্স ফ্লোরা’ আবাসনের। আবাসিক কল্যাণ সমিতির (RWA) উদ্যোগে পিট পরিষ্কারের কাজে নিযুক্ত কর্মীরা প্রথম হাড়গোড়গুলি দেখতে পান। পরে কল্যাণ সমিতির সভাপতির পক্ষ থেকে বেগুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলা (UDR) রুজু করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাবশেষগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বেগুর থানার এক আধিকারিক জানান, পুরো বিষয়টি বিশ্লেষণ করে জানতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহাবশেষগুলি কত দিনের পুরনো, কীভাবে ওখানে এল, সেটিও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন গোটা বিষয়টি।

এর মধ্যেই দক্ষিণ বেঙ্গালুরুতে আরও এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সপ্তাহে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে বছর ৩৬-এর এক মহিলার দেহ। পুলিশ সূত্রে খবর, পুর্নপ্রজ্ঞা লেআউট এলাকার হোটেলে ওই মহিলাকে খুন করেন তাঁর প্রেমিক। ঘটনার দু'দিন পর মিলেছে দেহ।

অভিযুক্ত ইয়শস, বছর ২৫-এর এক সফটওয়্যার ইঞ্জিনিয়র, কেঙ্গেরির বাসিন্দা, একই এলাকার বাসিন্দা ছিলেন নিহত মহিলাও। জানা গিয়েছে, বছর খানেক ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তবে গত কয়েক মাসে মহিলা দূরত্ব তৈরি করতে শুরু করেছিলেন। আক্রোশেই জেরেই খুন করা হয়েছে বলে মনে করছেন আধিকারিকরা।


ভিডিও স্টোরি