শেষ আপডেট: 1st October 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: মাকে খুন করে তাঁর মস্তিষ্ক, হৃদপিণ্ডের মতো বিভিন্ন প্রত্যঙ্গ স্টোভের আগুনে ভেজে খাওয়ার অপরাধে ছেলেকে মৃত্যুদণ্ড দিল বোম্বে হাইকোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত তার রায়ে জানায়, নৃশংস বর্বরতার কারণে এই হত্যাকাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম বলে গণ্য করা হচ্ছে। উল্লেখ্য, মদ কেনার টাকা না দেওয়ায় মাকে খুনের অপরাধে নিম্ন আদালতের ফাঁসির শাস্তির রায় এদিন বহাল রাখল হাইকোর্ট।
বিচারপতি রেবতী মোহিতে-দেরে এবং পৃথ্বীরাজ চ্যবনের ডিভিশন বেঞ্চের রায়দান কালে আসামি সুনীল কুচকোরাভি ভিডিও কনফারেন্সে ছিল। বিচারপতি চ্যবন আসামিকে বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। যেখানে আসামি শুধু মাকে খুনই করেনি, মৃত মায়ের মস্তিষ্ক, হৃদপিণ্ডের মতো প্রত্যঙ্গ স্টোভে রান্না করে খেয়েছে। এটা নিঃসন্দেহে নরখাদকে কাজ। তাই আমরা নিম্ন আদালতের ফাঁসির শাস্তিই বহাল রাখছি।
প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে কোলাপুরের একটি আদালতে সুনীলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালত বলেছিল, এই খুনের ঘটনা গোটা সমাজের বিবেক ও চেতনাবোধ নাড়া দিয়েছে। ২০১৭ সালের অগস্টে সুনীল তার মাকে খুন করে। পড়শি এক শিশু প্রথম তাকে রক্তাক্ত মায়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তার কাছ থেকেই জানতে পেরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশের হাতে তুলে দেন বর্তমানে ৩৮ বছর বয়সি খুনি সুনীলকে। তার আইনজীবী জানিয়েছেন, তাঁরা সর্বোচ্চ আদালতে আপিল করবেন।