শেষ আপডেট: 23rd October 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: হোটেল মালিক জয়া শেট্টি হত্যা মামলায় একদা মুম্বইয়ের ত্রাস ছোটা রাজনকে বুধবার বম্বে হাই কোর্ট জোড়া সুখবর দিল। রাজনের যাবজ্জীবন কারাবাসের সাজা রদ করার পাশাপাশি উচ্চ আদালত ওই মামলায় জামিনও দিয়েছে তাকে।
অন্য মামলায় আপাতত জেলে থাকতে হলেও বিচারালয়ের সংশ্লিষ্ট মহল মনে করছে জয়া শেট্টি মামলায় জামিনের দৃষ্টান্ত তুলে ধরে অচিরেই জেল থেকে মুক্তি পেতে পারে এই মাফিয়া ডন।
ছোটা রাজনের বিরুদ্ধে খুন ছাড়াও বাণিজ্য নগরী মুন্বইয়ে একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তারমধ্যে ১৯৯২-এ বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগও ছিল। দীর্ঘদিন বিদেশে আত্মগোপন করে থাকা ছোটা রাজন একাধিক মামলায় মুম্বইয়ের জেলে বন্দি।
তার আসল নাম রাজেন্দ্র সদাশিব নিকালজে। মুম্বইয়ের চেম্বুরে বাসিন্দা রাজেন্দ্র সদাশিব অপরাধ জগতে আসার পর নিজের নাম বদলে ছোটা রাজন বলা শুরু করে। সিনেমার টিকিট ব্ল্যাক করে অপরাধ জগতে নাম কেনার পর দাউদ ইব্রাহিমের সংস্পর্শে আসে এই অপরাধী। মুম্বই দাঙ্গার পর দাউদ দেশ ছাড়লে গ্যাংস্টার ছোটা রাজনের অপরাধ সামাজ্যেও পতনের শুরু হয়।
হোটেল মালিক জয়া শেট্টি হত্যাকাণ্ড ২০০১-এর ঘটনা। এ বছর ৩০ মে মুম্বইয়ের একটি বিশেষ আদালত ছোটা রাজন-সহ কয়েকজন অপরাধীকে যাবজ্জীবন সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে বুধবার যাবজ্জীবন কারাবাসের সাজা থেকে মুক্তি পেল এই অপরাধী।