শেষ আপডেট: 11th November 2024 18:16
দ্য ওয়াল ব্যুরো: নো মিনস নো। পিঙ্ক সিনেমার সেই বিখ্যাত সংলাপ। বন্ধুত্ব, পরিচয়, হোটেলে যাওয়া মানেই যৌনক্রিয়ায় সম্মতি নয়। বোম্বে হাইকোর্ট এক তাৎপর্যপূর্ণ রায়ে সাফ জানিয়ে দিল, যদি কোনও যুবতী কোনও হোটেলের বুক করে এবং সেখানে কোনও পুরুষ নিয়ে যায়, তার মানে এই নয় যে সেই মেয়েটি যৌন সঙ্গমে সম্মতি দিয়েছে।
বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ সম্প্রতি এই রায় দিয়েছে। বিচারপতি ভরত পি দেশপাণ্ডেকে নিয়ে গঠিত এক সদস্যের বেঞ্চ মারগাঁও নিম্ন আদালতের ২০২১ সালের রায় খারিজ করে দিয়ে একথা জানায়। গুলশের আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলায় ওই রায় দিয়ে মামলাটি বন্ধ করে দিয়েছিল আদালত।
নিম্ন আদালতের রায়ে বলা হয়েছিল, ওই মহিলা হোটেলের ঘর বুক করেছিলেন। তারপর তিনি সেই হোটেলের ঘরে অভিযুক্তকে নিয়ে গিয়েছিলেন। যাতে বোঝা যাচ্ছে, ওই মহিলা যৌন ক্রিয়ার প্রতি সম্মতিদান করেছিলেন। সুতরাং, অভিযুক্তকে কোনওভাবেই ধর্ষণে দোষী সাব্যস্ত করা যায় না। ২০২১ সালের মার্চে ওই নির্দেশে বলেছিল মারগাঁও আদালত।
বিচারপতি দেশপাণ্ডের এই রায় গত ৩ সেপ্টেম্বর দেওয়া হলেও তা সম্প্রতি প্রকাশ্যে আসে। দেশপাণ্ডে বলেছেন, বিচারাধীন আদালতের বিচারক পরিষ্কারভাবে ভুল করেছিলেন। কোনও মেয়ে হোটেল বুক করে কোনও পুরুষের সঙ্গে ঘরে প্রবেশ করা মানে এই নয় যে তিনি যৌনসঙ্গমে সম্মতি দিয়েছেন।
মূল ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ৩ মার্চ। অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে বিদেশে চাকরি করে দেওয়ার টোপ দিয়েছিল। সে মহিলাকে একটি হোটেলে এজেন্টের সঙ্গে মিটিং করিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সেইমতো হোটেলের ঘর বুক করা হয়। অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ঘরে ঢোকার পরেই অভিযুক্ত তাঁকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে। সে বাথরুমে গেলে তিনি বাইরে বেরিয়ে এসে চিৎকার করে কাঁদতে থাকেন। পুলিশে অভিযোগ দায়ের করেন।