শেষ আপডেট: 19th October 2024 09:59
দ্য ওয়াল ব্যুরো: বিমানে বোমাতঙ্কের ঘটনায় নাজেহাল অবস্থা দেশের অসামরিক বিমান পরিবহণে যুক্ত সংস্থাগুলির। শনিবার ভোরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি দুবাইগামী বিমান উড়তে পারেনি বোমাতঙ্কের কারণে।
বিমান ছাড়ার ঠিক আগে পাইলটকে ইমেলে জানানো বোমা রাখা আছে। ১৬৩ জন যাত্রী নিয়ে বিমানটি তখন উড়ানের সবুজ সংকেত পেয়ে গিয়েছিল। দীর্ঘ তল্লাশিকে কিছুই পাওয়া যায়নি। কিন্তু দীর্ঘ যাত্রা বিরতির কারণে বিমানটি এখনও দুবাইয়ের উদ্দেশে রওয়া হতে পারেনি।
জয়পুরের ঘটনাটি নিয়ে গত এক সপ্তাহে বিমানে বোমাতঙ্ক ছড়ানোর আটটি ঘটনা ঘটল। মাস তিন-সাড়ে তিন আগেও বিমানে বোমা রাখা আছে বলে ঘন ঘন বার্তা এসেছিল। তদন্তে দেখা যাচ্ছে অধিকাংশ বার্তা আসছে ইমেলে, এমনকী সোশ্যাল মিডিয়া মারফত। আগেরবারের তদন্তে জানা যায় চিন ও পাকিস্তান থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বার্তা পাঠানো হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আন্তর্জাতিক ফ্রাইট বেছে নিয়েছে অপরাধীরা।
এই দফায় একটি ঘটনায় লন্ডনের একটি আইডি ব্যবহার করে বার্তা পাঠানো হয় বলে তদন্তে জানা যায়। ভারতের সব গোয়েন্দা এজেন্সিই নিজেদের মতো করে এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। কোনও কোনও সংস্থার ধারণা, কোনও বড় জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বোমাতঙ্ক ছড়ানোর পিছনে।
তারা সম্ভবত বোঝার চেষ্টা করছে, বিমানে বোমা রাখার খবর জানাজানি হওয়ার কতক্ষণের মধ্যে উদ্ধারকারী দল এবং বিস্ফোরক চিহ্নিত করার টিম কাজ শরু করে। পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকার ঘন ঘন বোমাতঙ্কের সমস্যা থেকে রেহাই পেতে অপরাধের সাজা বৃদ্ধির বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।