শেষ আপডেট: 28th May 2024 07:37
দ্য ওয়াল ব্যুরো: তখনও ভোরের আলো ফোটেনি। দিল্লি বিমান বন্দরে হুলুস্থুলু কাণ্ড। মঙ্গলবার বিমান বন্দরে ফোন যায় বারাণসীগামী ইন্ডিগোর বিমানটিতে বোমা রাখা আছে।
ততক্ষণে বিমানে যাত্রীদের তোলা হয়ে গিয়েছে। খবর আসা মাত্র, সাধারণ দরজার পাশাপাশি ইমারর্জেন্সি ডোর খুলে দিয়ে যাত্রীদের বের করে আনা হয়। বিমানটিকে সরিয়ে নিয়ে রাখা হয় বিমান বন্দরের এক প্রান্তে। প্রাথমিক অনুসন্ধানে বোমা বা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। তবু অতি সাবধানী বিমান বন্দর কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের তলব করেছে। বাতিল করা হয়েছে বারাণসী যাত্রা। সেটি দিল্লি থেকে ভোর পাঁচটায় উড়ে যাওয়ার কথা ছিল।
এক সরকারি সুরক্ষা আধিকারিক বলেন, হালে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনা দেশে বেড়ে গিয়েছে। রেহাই মেলেনি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসেরও। ক’দিন আগে তাঁর দিল্লির দফতরে বোমা রাখা আছে বলে খবর ছড়ানো হয়। লক্ষণীয় এবার নির্বাচন পর্বে বোমাতঙ্ক ছড়ানোর একাধিক ঘটনা ঘটেছে। বাদ যায়নি এমনকী স্কুলও। দিল্লি, বেঙ্গালুরুর একাধিক স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পঠনপাঠনে বিঘ্ন ঘটানো হয়। বোমাতঙ্ক পিছনে বিশেষ উদ্দেশ্য আছে বলে মনে করা হচ্ছে।
নিরাপত্তা এজেন্সি এবং তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি সূত্রের খবর, বেশ কয়েকটি ঘটনায় চিন ও পাকিস্তানের যোগসূত্র পাওয়া গিয়েছে। বিশেষ সফটওয়্যার ব্যবহার করে বিদেশে বসে বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে।