শেষ আপডেট: 31st January 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বঙ্গভবনে বোমাতঙ্ক। দু'টি সন্দেহজনক বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়ায় শুক্রবার। চাণক্যপুরীর ওই এলাকায় হাই কমিশনের অফিস থাকায় ও বিভিন্ন দেশের দূতাবাস থাকায় নিরাপত্তা আটসাঁট থাকে সবসময়। সেখানে এমন অজানা বস্তু পড়ে থাকায় আতঙ্ক ছড়ায়।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার। দু'টি বস্তু বঙ্গভবনের পাঁচিল টপকে ভিতরে ফেলা হয়। বোমার মতো দেখতে ওই দু'টি বস্তু চোখে পড়ে কয়েকজনের। তাতেই আতঙ্ক ছড়ায়। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা তৎক্ষণাৎ দিল্লি পুলিশকে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দু'টি বস্তুকে সরিয়ে ফেলে। শুরু হয় তল্লাশি।
দিল্লি পুলিশের বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কয়্যাড (বিডিডিএস)-ও পৌঁছেছে ঘটনাস্থলে। গোটা বঙ্গভবন চত্বর ও আশপাশের এলাকাতে তল্লাশি শুরু হয়েছে।
আসন্ন দিল্লি নির্বাচনকে সামনে রেখে ওই এলাকায় VVIP-দের আনাগোনা রয়েছে এই মুহূর্তে। এমন আবহে আতঙ্ক তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে, উঠছে প্রশ্নও। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দিল্লি গেলে এই বঙ্গভবনেই ওঠেন।