শেষ আপডেট: 18th October 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই বিমানে বোমাতঙ্কের খবর আসছে। যে কারণে বুধবার জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। কিন্তু তার পরেও আবার বোমাতঙ্ক ছড়ালো। একটা নয়, দু-দুটো বিমানে।
বৃহস্পতিবার ইন্ডিগো এবং ভিসতারার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে মুম্বইয়ে আসছিল ভিসতারার ওই বিমান। বুধবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটে ১৪৭ জন যাত্রীকে নিয়ে রওনা দেয়। কিন্তু মুম্বইয়ের কিছুটা দূরেই বৃহস্পতিবার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সমাজমাধ্যমে সেই হুমকি বার্তা পাওয়ার পরই জরুরি ভিত্তিতে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে। পরে যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানে তল্লাশি চালানো হয়।
অন্যদিকে আবার আর একটি ইন্ডিগোর বিমান তুরস্ক থেকে মুম্বই রওনা হয়। সেই বিমানেও বোমাতঙ্ক ছড়ায় ওই একই দিনে। যদিও সন্দেহজনক কিছু উদ্ধার হয়েছে কিনা, তা জানা যায়নি। তবে যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানে তল্লাশি করা হয়।
প্রসঙ্গত, সোমবার একই ধরনের বোমা হামলার হুমকির মুখে পড়েছিল মুম্বইয়ের তিনটি আন্তর্জাতিক ফ্লাইট। পরে অবশ্য বিমানের অভ্যন্তরে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে কিচ্ছু পাননি সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস), সাইবার সিকিউরিটি এজেন্সি এবং পুলিশের কর্তারা।
মঙ্গলবারও দিল্লি-শিকাগো এয়ার ইন্ডিয়া ফ্লাইট, জয়পুর-বেঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দাম্মাম-লখনউ ইন্ডিগো ফ্লাইট, দারভাঙ্গা-মুম্বাই স্পাইসজেট ফ্লাইট এবং শিলিগুড়ি-বেঙ্গালুরু আকাসা এয়ার ফ্লাইট-সহ সাতটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট ইতিমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লন্ডন-সহ অন্যান্য কয়েকটি দেশ থেকে এই হুমকি বার্তা আসে।