শেষ আপডেট: 11th January 2025 14:23
দ্য ওয়াল ব্যুরো: অসমের পার্বত্য জেলা ডিমা হাসাও-এর অবৈধ কয়লাখনিতে আটকে থাকা আরও দুই শ্রমিকের দেহ উদ্ধার হল শনিবার বেলা বাড়তে। শনিবার সকালেই একজনের দেহ উদ্ধারের খবর পাওয়া গেছিল। এখনও খনিতে আটকে পাঁচ জন।
মঙ্গলবার জানা গেছিল, ওই খনিতে আটকে পড়েছেন নয়জন শ্রমিক। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। ওই তিনটি দেহ ভেসে থাকতেও দেখেন উদ্ধারকারীরা। কিন্তু তাঁদের কোনওভাবেই নাগালে পাচ্ছিলেন না তাঁরা। ফলে উদ্ধার করতে গিয়ে নাকানিচোবানি খেতে হয়। এদিকে খোঁজ পাওয়া যায় না বাকি ছয়জনের।
বুধবার ডুবুরির দল খনিতে ভেসে থাকা এক শ্রমিকের দেহ উদ্ধারে নামে। উদ্ধার করা হয়। এদিকে খনিতে বাড়তে থাকে জল। শনিবার সকালে একজন ও পরে আরও দু'জনের দেহ বের করে আনা সম্ভব হয়।
খনিতে এখনও আটকে পাঁচজন। তাঁরা আদৌ বেঁচে আছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি প্রশাসন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সকালে টুইট করে জানিয়েছিলেন, মৃতের নাম লিগেন মাগার (২৭)। তিনি ডিমা হাসাও-এরই বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
কয়লা খনিটিকে অবৈধ বলা হলেও মুখ্যমন্ত্রীর দাবি, 'অবৈধ' শব্দটি এক্ষেত্রে ব্যবহার করা ঠিক নয়। ১২ বছর আগে অসম মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে ছিল সেটি। তিন বছর আগে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই খনিতে আগে কোনও উত্তোলন অবৈধভাবে হয়েছে বলে তাঁর কাছে খবর নেই দুর্ঘটনার দিন প্রথমবার শ্রমিকরা খনিতে নেমেছিলেন।
তিনি জানান, শ্রমিকদের ওই দলটির মাথাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে।