শেষ আপডেট: 6th March 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তিরুচিরাপল্লীর (IIM Trichy) একজন অন্ধ ছাত্র অমেয় তিওয়ারি। এমবিএ (MBA) প্রায় শেষের দিকে। আর তাতেই আরও দুশিন্তা বেড়েছে তাঁর। কারণ, এখনও কোনও চাকরি জোটাতে পারেননি তিনি। অমেয়র যোগ্যতা, দক্ষতা এবং আইআইএম (IIM) ট্যাগ রয়েছে ঠিকই, কিন্তু তাঁর চোখে (Blind) না দেখতে পাওয়াই যেন 'অযোগ্য' করে তুলেছে তাঁকে।
বুধবার লিঙ্কডইনে এ কথা পোস্ট করে অমেয় লেখেন, "আমি ক্লান্ত। আমি সবকিছু ঠিকঠাক ভাবে করেছি। তবুও দেখুন আমি বেকার। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তিরুচিরাপল্লীতে আমার এমবিএ শেষ হচ্ছে। যা নিয়ে আমার উৎসাহী হওয়া উচিত, অথচ মনে হচ্ছে সব যেন নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। কারণ কী করে স্টুডেন্ট লোন (Student Loan) মেটাব, এখন সেটাই ভাবছি।"
অমেয় লেখেন, "আমি চাকরি পাচ্ছি না, তার নেপথ্যে আমার জ্ঞানের অভাব, ব্যর্থতা বা সেসব কিছুই নেই। খারাপ লাগছে আমি অন্ধ বলে কোথাও চাকরি পাচ্ছি না।"
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক আরও লেখেন, " সব কোম্পানি খালি বলে আমি নাকি অনুপ্রেরণা, কিন্তু যখন নিয়োগের কথা আসে, তখন তাদের কোনও উচ্চবাচ্য দেখা যায় না। আমার সহানুভূতির প্রয়োজন নেই, আমার প্রয়োজন একটা চাকরির।"
অমেয়র পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সশ্যল মিডিয়ায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০০০ এরও বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন। সকলেই তাঁর সাহস ও যুক্তি দিয়ে কথা বলার প্রশংসা করেছেন। এখন দেখার, প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে নিজের যোগ্যতা ও দক্ষতার জোরে অমিয় তাঁর সাধের চাকরি পান কিনা।