শেষ আপডেট: 8th April 2025 09:30
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের বিজেপি নেতা (BJP Leader) তথা প্রাক্তন মন্ত্রী মনোরঞ্জন কালিয়ার (Manoranjan Kalia) জলন্ধরের বাড়ির সামনে বিস্ফোরণ (Blast)। রিকশা থেকে গ্রেনেড হামলার আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, বিস্ফোরণের সময়ে বাড়িতেই ছিলেন মনোরঞ্জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও প্রাক্তন মন্ত্রী বা তাঁর পরিবারের কারও ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মঙ্গলবার ভোর চারটে নাগাদ মনোরঞ্জন কালিয়ার বাড়ির সদর দরজার কাছে গ্রেনেড জাতীয় বিস্ফোরক কেউ ফেলে দিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এরপরি বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেন্সিক টিম।
পুলিশ কর্তা ধনপ্রীত কউর ভোর বেলাই ঘটনাস্থলে পৌঁছে জানান, "পুলিশ কন্ট্রোল রুমে ভোররাতে এই বিস্ফোরণের খবর আসে। দ্রুত পুলিশ পৌঁছয় বিজেপি নেতার বাড়িতে। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।"