শেষ আপডেট: 20th October 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে সেনা স্কুলের কাছে বিস্ফোরণে নয়া তথ্য। বিস্ফোরণটিকে 'ডায়রেকশনাল ব্লাস্ট' বলে মনে করছে তদন্তকারীরা। অর্থাৎ বিস্ফোরণের প্রভাব যাতে অনেক দূর পর্যন্ত পৌঁছয় সে কারণেই এই ধরনের বিস্ফোরণ করা হয়। এক্ষেত্রে এমন ভাবে বিস্ফোরক রাখা হয়েছিল, যাতে বিস্ফোরণের পর শকওয়েভ ১০ ফুট দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। রবিবার স্কুল বন্ধ থাকায় বিরাট বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে, স্কুলের দেওয়ালে ফাটল ধরেছে।
রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ হয় দিল্লির রোহিণী এলাকায়। তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির জানালার কাচ, গাড়ির কাচ-সহ একাধিক জিনিস ভেঙে পড়ে। ফেটে যায় সেনা স্কুলের দেওয়াল। ঘটনাস্থলে সেই মুহূর্তে কিছু না পাওয়া গেলেও তদন্তে উঠে আসে একাধিক তথ্য।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, এই ধরনের ডায়রেকশনাল ব্লাস্টের ক্ষেত্রে কঠিন ও তরল পদার্থের মধ্যে উচ্চচাপ তৈরি করে গ্যাসে পরিণত করা হয়। বিস্ফোরণ হলে সেই গ্যাস দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে শকওয়েভ বা কম্পন তৈরি হয়। এই কারণের ঘটনাস্থলের আশাপাশের বাড়ির জানালার কাচ ভেঙেছে বলে মনে করছে তারা।
এই ঘটনার পর দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিস্ফোরক আইনে মামলা রুজুও হয়েছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল, এনআইএ, ফরেন্সিক টিম ও এনএসজি।