কয়েকদিন আগে গ্রেটার নয়ডার সেক্টর ৬-এ ঘটনাটি ঘটেছে। আহত যুবকের বাবা জানিয়েছিলেন, আশু শৌচাগারে গিয়েছিলেন। হঠাৎ বিস্ফোরণের তীব্র আওয়াজ শুনতে পান।
কমোডে বিস্ফোরণ
শেষ আপডেট: 22 May 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: কমোড ফেটে শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায় উত্তরপ্রদেশের (Uttar Pardesh) বাসিন্দা আশু নাগারের। শুনতে অদ্ভুত লাগলেও ঘটনাটা সত্যি। তবে এই প্রথম নয়, এর আগেও শৌচাগারে বসে থাকা ব্যক্তি বিস্ফোরণে আহত হয়েছে। কেন এমন হয়? সতর্ক না থাকলে যে কেউ এই বিপদের সম্মুখীন হতে পারেন।
ইংরেজি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কয়েকদিন আগে গ্রেটার নয়ডার সেক্টর ৬-এ ঘটনাটি ঘটেছে। আহত যুবকের বাবা জানিয়েছিলেন, আশু শৌচাগারে গিয়েছিলেন। হঠাৎ বিস্ফোরণের তীব্র আওয়াজ শুনতে পান। ভিতরে গিয়ে দেখেন কমোড ফেটে পড়ে রয়েছে। তাঁর ছেলে গুরতর আহত হয়েছে। মুখ এবং শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। দ্রুত আশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সময় যুবক ফোন বা কোনও গ্যাজেট ব্যবহার করছিলেন না।
বাড়ির অন্যান্য ইলেকট্রিক গ্যাজেট সেইসময় ঠিকভাবেই কাজ করছিল। ফলে শর্টসার্কিট (Short Circuit) থেকে দুর্ঘটনার সম্ভবনা কম। কীভাবে বিস্ফোরণ হল? অনুমান করা হয়, ড্রেনের রাস্তা বন্ধ হওয়ায় মিথেন গ্যাস (Methane Gas) তৈরি হয়ে এই বিস্ফোরণ হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশা। পাইপগুলি অনেক পুরনো, অনেক বছর পরিষ্কার করা হয় না। দিনের পর দিন আবর্জনা জমে জমে মিথেন গ্যাস তৈরি হয়েছে। যদিও গ্রেটার নয়ডার অথরিটির সিনিয়র ম্যানেজারের দাবি ছিল, নিকাশি নালাগুলি পরিষ্কার রয়েছে। বাড়ির অন্দরে কোনও কারণবশত বিস্ফোরণ হতে পারে।
মিথেন বর্ণহীন, গন্ধহীন অত্যন্ত দাহ্য একটি গ্যাস। বাতাসের সঙ্গে মিশেও বিস্ফোরণ ঘটাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জৈব বর্জ্য যেমন- খাদ্য, মানুষের মল অক্সিজেন ছাড়াই পচে গেলে অ্যানেরোবিক ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। এই ব্যাকটেরিয়া মিথেন গ্যাস উৎপন্ন করে। টয়লেটের পাইপে দীর্ঘদিন ধরে বর্জ্য জমে জমে মিথেন গ্যাস তৈরি হয়েছে। গ্যাস বাইরে বেরোতে না পেরে ভিতরে জমে চাপ তৈরি হচ্ছিল। এরফলেই গ্রেটার নয়ডার বিস্ফোরণটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বিপদ এড়াবেন কীভাবে?
অনেক সময় শৌচাগার বন্ধ থাকলে গ্যাসের গন্ধ বেরোয়। তাই বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। বাথরুমে জানলা বা এক্সজস্ট ফ্যান থাকা আবশ্যক। পাইপে বর্জ্য জমলে গ্যাস তৈরি হয়, তাই নিয়মিত শৌচাগারের জল বেরনোর পাইপ ও বাইরের ড্রেন পরিষ্কার রাখতে হবে। এছাড়া আগাম সতর্কতা হিসেবে গ্যাস ডিটেক্টর (Gas Detector) ব্যবহার করতে পারেন।