প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তাঁরা বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।
তেলঙ্গানার পরেই তামিলনাড়ুতে বিস্ফোরণ!
শেষ আপডেট: 1 July 2025 06:44
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর শিবকাশি সংলগ্ন (Tamil Nadu's Sivakasi Firecracker Unit) চিন্না কামানপট্টি গ্রামের একটি বাজি কারখানা। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় জন (Six people died after a massive blast )। আহত হয়েছেন বহু। উদ্ধারকাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। তাঁরা বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানাটি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।
একের পর এক বিস্ফোরণের শব্দ (Massive Blast) শোনা যায়। যদিও কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, বাজি কারখানাতেই বিস্ফোরণ হয়েছে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়।
#Sivakasi #TamilNadu | Four people died and five others were injured in an explosion at a firecracker factory in Chinnakamanpatti near Sivakasi.They were admitted to the Virudhunagar government hospital for treatment. More details awaited: Virudhunagar District SP Kannan pic.twitter.com/oOy8RS1ot6
— DINESH SHARMA (@medineshsharma) July 1, 2025
ছ'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
উল্লেখ্য, শিবকাশি এলাকাকে 'ফায়ারওয়ার্কস ক্যাপিটাল অফ ইন্ডিয়া' বলা হয়। এখানকার বাজির কারখানাগুলি ছাড়াও ম্যাচ ও প্রিন্টিং শিল্পও সমানভাবে সক্রিয়। এই জেলার অর্থনীতির একটা বড় অংশই নির্ভরশীল এই শিল্পগুলির উপর। মাত্র একদিন আগেই তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় একটি ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারান অন্তত ৪২ জন। তামিলনাড়ুর ঘটনাতেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।