আত্মঘাতী প্রযুক্তিবিদ তরুণী।
শেষ আপডেট: 17th January 2025 08:00
দ্য ওয়াল ব্যুরো: ব্ল্যাকমেইল ও মানসিক অত্যাচারের শিকার হয়ে বেঙ্গালুরুর একটি হোটেল রুমে আত্মহত্যা করলেন ২৪ বছর বয়সি এক তথ্যপ্রযুক্তি কর্মী (Techi Suicide) সুহাসী সিং। ওই তরুণীর কাকা প্রবীণ সিংহ ও তার স্ত্রী এই ঘটনায় অভিযুক্ত। তারাই ওই তরুণীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করছিল ধারাবাহিকভাবে! ঘটনায় প্রধান অভিযুক্ত কাকাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।
রবিবার সন্ধ্যায়, বেঙ্গালুরুর কুন্দলাহাল্লি মেট্রো স্টেশনের কাছে একটি হোটেলে ঘটা এই মর্মান্তিক ঘটনার তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই কাকাই জোর করে ওই হোটেলে যেতে বাধ্য করে তরুণীকে। হুমকি দেয়, যদি তরুণী দেখা করতে না যান, তবে তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও তাঁর অভিভাবকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
পুলিশের দাবি, তরুণী প্রথমে হোটেলে যেতে আপত্তি জানান। কিন্তু হুমকির মুখে বাধ্য হয়ে তিনি সেখানে যান। কিন্তু এর পরে আর মানসিক চাপ না নিতে পেরে তিনি নিজের সঙ্গে আনা পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেন। মারাত্মকভাবে পুড়ে যান তিনি। এর পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তরুণীর মা অভিযোগ করেছেন, তাঁর মেয়ে প্রায় ছ'বছর ধরে ওই কাকা-কাকিমার সঙ্গেই থাকতেন এবং মাঝেমধ্যেই একসঙ্গে ঘুরতেও যেতেন। সেই সুযোগ নিয়েই তরুণীর নানা ছবি ও ভিডিও ওই কাকু-কাকিমা পেয়েছিল বলে মনে করছে পুলিশ। অভিযুক্তর কাছ থেকে মোবাইল ফোন ও পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, বেসরকারি কর্মী, অভিযুক্ত প্রবীন সিংহ বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করেছিল সুহাসীর সঙ্গে এবং সেগুলি মোবাইল ও পেনড্রাইভে সংরক্ষণ করেছিল। পরে সে এই ভিডিওগুলো দিয়ে সুহাসীকে ব্ল্যাকমেইল করে এবং সুহাসীকে দিয়ে যা খুশি করাতে শুরু করেন।
জানা গেছে, সুহাসী প্রবীণ এবং তার পরিবারের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। একসময়ে প্রবীণের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়, ঘনিষ্ঠতাও বাড়ে। তাঁরা একসঙ্গে ঘুরতেও যেতেন। তবে, পরবর্তী সময়ে সুহাসী অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পরে প্রবীণের থেকে দূরত্ব বাড়ান। এর পরেই শুরু হয় ব্ল্যাকমেইল।
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে বেঙ্গালুরুর ওই হোটেলে রুম বুক করে সুহাসীকে ডাকে প্রবীণ। সুহাসী না বললে, ফের হুমকি দিয়ে তাঁকে দেখা করতে বাধ্য করেন। প্রবল মানসিক চাপে অসহায় হয়ে সুহাসি কাছের একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে হোটেলে যান। প্রবীণের সঙ্গে আরেক দফা তর্কের পর তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রবীণ বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।