Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডস
YouTube Homepage

গুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবন

রিবনের উপর মাউস রাখলে ভেসে উঠছে বার্তা— “In memory of the victims of the tragic plane crash”।

গুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবন

শেষ আপডেট: 14 June 2025 06:23

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণহানির ঘটনায় এবার শোকপ্রকাশ করল ইউটিউব (YouTube)। শনিবার সকালে ইউটিউবের হোমপেজে দেখা যায় একটি কালো রিবন (Black Ribbon), যা দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধার প্রতীক। এর আগে শুক্রবার গুগলও (Google) নিহতদের শ্রদ্ধার তাদের হোমপেজে কালো রিবন (Black Ribbon) রেখেছে।

ইউটিউবের হোমপেজে (YouTube Home Page) লোগোর পাশেই রাখা হয়েছে এই রিবনের প্রতীক। রিবনের উপর মাউস রাখলে ভেসে উঠছে বার্তা— “In memory of the victims of the tragic plane crash”।

গত ১২ জুন, বৃহস্পতিবার দুপুরে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট AI-171) লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে আমদাবাদ বিমানবন্দর থেকে নিয়মমাফিক যাত্রা শুরু করেছিল। বিমানটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে নীচে নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। চারদিক থেকে ভেসে আসে বিস্ফোরণের শব্দ ও ঘন ধোঁয়া। যেন ভূমিকম্প।

ঘটনায় মারা গিয়েছেন বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও কর্মী। বেঁচে ফিরেছেন মাত্র একজন। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক এবং ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান, ৭ জন পর্তুগিজ। এ ছাড়াও ছিলেন ১২ জন এয়ার ইন্ডিয়ার কর্মী। ভয়াবহ দুর্ঘটনায় শুধু বিমানের যাত্রীই নন, নীচে থাকা বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা, হস্টেলের চিকিৎসকরাও প্রাণ হারিয়েছেন।

সরকারিভাবে মৃতের সংখ্যা ২৬৫, বেসরকারি মতে ২৭৪! এখনও ধ্বংসস্তুপে উদ্ধারকাজ চলছে। নিখোঁজ রয়েছেন স্থানীয় অনেকে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, সেই সময় দুর্ঘটনাস্থলের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ১,০০০ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে শুধু মানুষ নয়, পশু-পাখিরাও রেহাই পায়নি। স্থানীয় অনেকে এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউটিউবের মতো একটি আন্তর্জাতিক সংস্থা এই দুর্ঘটনার পর হোমপেজে শোকপ্রকাশ করার পর আরও সাড়া ফেলেছে গোটা বিশ্ব জুড়ে। সাধারণত বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের সময় ইউটিউব এভাবে হোমপেজ পরিবর্তন করে থাকে।


ভিডিও স্টোরি