শেষ আপডেট: 28th January 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে গঠিত বিজেপি বিরোধী শক্তি হিসেবে উঠে দাঁড়িয়েছিল ইন্ডিয়া। যে জোটে নরেন্দ্র মোদীর বিরোধিতা করে কংগ্রেস সহ প্রধান-অপ্রধান দলগুলিক এক ছাতার তলায় আনা হয়েছিল। কিন্তু, টানা তৃতীয়বার এনডিএ কেন্দ্রে সরকার গঠনের পর সেইভাবে ইন্ডিয়া জোটের তেমন কার্যকরী প্রভাব আর লক্ষ্য করা যায়নি। সংসদের অধিবেশনেও বিচ্ছিন্নভাবে সরকারপক্ষের বিরোধিতা করতে দেখা গিয়েছে শরিক দলগুলিকে।
এই অবস্থায় ইন্ডিয়া জোটের অস্তিত্ব এবং নেতৃত্ব নিয়ে নানান প্রশ্ন উঠছে শরিকদের পক্ষ থেকেই। বিশেষ করে কংগ্রেসের নেতৃত্ব এখন বিরাট জিজ্ঞাসা চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। শরিকদের মধ্যেও বিভিন্ন বিষয়ে মতানৈক্য থেকে নড়বড় করছে ইন্ডিয়া। মঙ্গলবার কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্রের কংগ্রেসের নতুন সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী এলাকায় গিয়ে জোট শরিক সিপিএমেরই কালো পতাকার মুখে পড়লেন।
তাঁর কেন্দ্রের মানানতাভেদি গ্রামে মানুষখেকো বাঘের আক্রমণে রাধা এক মহিলার মৃত্যুতে তাঁর পরিবারের লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। সিপিএমের অভিযোগ, এত দেরি করে কেন এলেন কংগ্রেস সাংসদ। বাঘের আক্রমণে মৃত্যুর সপ্তাহখানেক পরে কেন্দ্রের এমপি আসায় পথের পাশে দাঁড়িয়ে সিপিএম সমর্থকরা কালো পতাকা দেখান প্রিয়ঙ্কাকে। কালো পতাকা দেখানো ছাড়াও সিপিএম কর্মীরা প্রিয়ঙ্কাকে গো ব্যাক স্লোগান দেন।
এদিন দুপুর নাগাদ প্রিয়ঙ্কা নিহতের বাড়িতে পৌঁছান। গত ২৪ জানুয়ারি গ্রামের প্রিয়দর্শিনী এস্টেটে কফি বিন তুলছিলেন রাধা। সেই সময় মানুষখেকো বাঘের আক্রমণে মারা যান তিনি। সোমবার সেই মানুষখেকো বাঘটির দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর তার পাকস্থলী থেকে মৃতার চুল, জামাকাপড় ও কানের দুল উদ্ধার হয়েছে। এদিন সকালে প্রিয়ঙ্কা গান্ধী বেলা সাড়ে ১১টা নাগাদ কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে গাড়িতে ওয়ানাড়ের উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসে সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল।