শেষ আপডেট: 20th October 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এক মাস আগে রবিবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
রবিবার গেরুয়া শিবিরের তরফে ৯৯ জনের নাম সামনে আনা হয়েছে। তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে সেখানে যেমন দেবেন্দ্র ফড়নবিশকে সুযোগ দেওয়া হয়েছে, তেমনই কংগ্রেস থেকে বিজেপিতে আসা অশোক চৌহানের মেয়ে শ্রীজয়াও জায়গা করে নিয়েছেন।
মহারাষ্ট্র বিধানসভায় আসন সংখ্যা ২৮৮। তার মধ্যে ১৫১ টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি। বাকি আসন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিকে ছেড়েছে গেরুয়া শিবির।
এক নজরে দেখে নেওয়া যাক কোন প্রার্থী কোথায় লড়ছেন
নাগপুর পশ্চিম বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই আসনটিতেই ২০০৯ সাল থেকে প্রতিনিধিত্ব করছেন তিনি। এই কেন্দ্রটি বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত কারণ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ির লোকসভা আসনও এটি।
অন্যান্য হেভিওয়েটদের মধ্যে মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে নাগপুরের কামথি থেকে প্রার্থী হয়েছেন। প্রতিমন্ত্রী সুধীর মুনগান্টিওয়ারকে বল্লারপুর আসন থেকে এবং কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভের ছেলে সন্তোষকে ভোকারদানে প্রার্থী করেছে গেরুয়া শিবির।
ভোকার আসন থেকে দল প্রার্থী করেছে কংগ্রেস থেকে বিজেপিতে আসা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের মেয়ে শ্রীজয়া চৌহানকে। অশোক হাত শিবির ছেড়ে বিজেপিতে আসার পর তাঁকেও সাংসদ করে রাজ্যসভায় পাঠিয়েছে গেরুয়া শিবির।
মুলুন্ডের বর্তমান বিধায়ক মিহির কোটেচাকেই ফের প্রার্থী করেছে দল। অন্যদিকে মুম্বইয়ের ঘাটকোপার পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনবারের বিধায়ক রাম কদম। ভান্দ্রে পশ্চিম থেকে আশিস শেলার এবং মন্ত্রী চন্দ্রকান্ত পাটিলকে কোথরুদ থেকে টিকিট দেওয়া হয়েছে।
সোলাপুরের বিজেপি প্রার্থী সুভাষ দেশমুখ এবং কনকাভলিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের ছেলে নীতেশকে সুযোগ দিয়েছে দল। বিজেপির তরফে প্রকাশ করা ৯৯ জনের তালিকায় দেখা যাচ্ছে ১৩ মহিলা, তফসিলি উপজাতির ছয় এবং তফসিলি জাতির চার প্রার্থী রয়েছেন।
মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ির নেতা শারদ পাওয়ার আগেভাগেই জানিয়েছেন, তাঁরাও প্রায় ২০০ কেন্দ্রে আসন সমঝোতায় ঐকমত্যে পৌঁছেছেন। যদিও কংগ্রেসের সঙ্গে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার ঝামেলা চলছে কিছু আসনে। এদিকে, ইন্ডিয়া জোটের আরেক শরিক দল সমাজবাদী পার্টিও ১২টি আসন দাবি করে রেখেছে। এই অবস্থায় জোটের জট কীভাবে খোলে তা সময়ই বলবে। কিন্তু বিজেপি এদিন প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর বিরোধীরা কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে।