শেষ আপডেট: 12th August 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: দেশের শেয়ার বাজারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় রাহুল গান্ধীকে সোমবার তুলোধনা করল বিজেপি। সম্প্রতি মার্কিন অর্থবাজার সংক্রান্ত বিশেষজ্ঞ সংস্থা হিন্ডেনবার্গ ভারতে বিরাট কিছু ঘটতে চলেছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ফের সরব হন কংগ্রেস সাংসদ রাহুল। রবিবার রাতে গতবছর সংসদে ঝড় তোলা নেতা নতুন করে বিজেপিকে নিশানা করেন। তারই জবাবে এদিন বিজেপি নেতা অমিত মালব্য এক্সবার্তায় নিন্দা করেন রাহুলের।
মালব্য বলেন, বিরোধী দলনেতা এখন প্রকাশ্যে ভারতীয় স্টক মার্কেটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সন্দেহের বীজ বপন করছেন। এই প্রচেষ্টা দেশের অর্থনীতির আস্থা ও ভরসাকে বিনষ্ট করে। যা রাহুল গান্ধীর প্রকৃত উদ্দেশ্য। এই প্রচেষ্টা ভারতের অর্থনীতিকে ধ্বংস করা ছাড়া আর কিছু নয়, বলেন মালব্য। তিনি আরও বলেছেন, হিন্ডেনবার্গের শেয়ার বাজারে উত্থান-পতনের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্ট নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি জানিয়ে দিয়েছিল যে, ওই অভিযোগের কোনও সারবত্তা মেলেনি। তা সত্ত্বেও রাহুল গান্ধী এই ধরনের অভিযোগ চালিয়ে যাচ্ছেন।
মালব্যর মতে, ২০২৪ সালের ৩ জানুয়ারি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সু্প্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার দ্বারা কোনও ইচ্ছাকৃত বা সজ্ঞানে আইন ভঙ্গ হয়নি। এরপরেও রাহুল কীভাবে এ ধরনের অভিযোগ তুলতে পারেন, জবাব চেয়েছেন মালব্য। প্রসঙ্গত, রাহুল বলেছেন, হিন্ডেনবার্গের অভিযোগ সেবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সুপ্রিম কোর্ট যদি স্বেচ্ছা উদ্যোগে এ বিষয়ে ফের একবার তদন্তের নির্দেশ দেয়।
This post confirms that Balak Buddhi Rahul Gandhi has gone rogue. The Leader of Opposition is now openly inciting and seeding doubt about the genuineness of the Indian stock markets. This blatant attempt to undermine confidence in our economy reveals true intention of Rahul… https://t.co/OlSV9erOTV
— Amit Malviya (@amitmalviya) August 11, 2024
রাহুল গান্ধীর এই অভিযোগের কারণ হল, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের দাবি, সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচ এবং তাঁর স্বামীর বেশকিছু বৈদেশিক কোম্পানি এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের নামে মিউচুয়াল ফান্ড ছিল। যা আদানি কেলেঙ্কারির সময় ব্যবহৃত হয়েছিল। এ নিয়েই রাহুল গান্ধী সেবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। কারণ হিন্ডেরবার্গের অভিযোগ সরাসরি সেবির চেয়ারপার্সন কেন্দ্রিক।
সেবির চেয়ারপার্সন মাধবী এবং তাঁর স্বামী ধাওয়াল বুচ ও আদানি গ্রুপ অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করেছে। মাধবী পুরী বুচ এও উল্লেখ করেছেন যে, হিন্ডেনবার্গের এই নবতম সংযোজনটি আসার আগেই সেবি এ ব্যাপারে এনফোর্সমেন্ট পদক্ষেপ নিয়েছে এবং জুলাইয়ে শোকজ নোটিসও দিয়েছে। রাহুলকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে অমিত মালব্য তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় বালকবুদ্ধি বলেও উপহাস করেছেন।