শেষ আপডেট: 17th January 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। দিল্লি বিধানসভা ভোটে জিতলেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ‘মহিলা সমৃদ্ধি’ যোজনার চালুর আশ্বাস বিজেপির। শুক্রবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। একইসঙ্গে তাঁরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডারও পাবেন।
শুক্রবার দিল্লিতে ইস্তেহারপত্র প্রকাশ করে একাধিক প্রকল্পের কথা বলেন দলের সভাপতি জেপি নাড্ডা। যার মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের জন্য বিশেষ প্রকল্প ‘মহিলা সমৃদ্ধি’ যোজনা। ক্ষমতায় আসার পর দিল্লিতে চালু করা হবে এই প্রকল্প। যেখানে দিল্লির মহিলারা মাসে ২৫০০ টাকা করে পাবেন।
এদিন নাড্ডার আরও দাবি, বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে পাশ করা হবে প্রকল্পটি। শুধু তাই নয়, মাত্র ৫০০ টাকা খরচ করলেই গ্যাস সিলিন্ডার পাবেন গরিবরা এবং হোলি ও দিপাবলীতে দু’টি করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।
এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্প চালু নিয়ে তিনি পরিষ্কার জানান, ‘নির্বাচনে জিতলে সবার আগে সদারন মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করতে দিল্লিতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার সূচনা ঘটাবে আমাদের সরকার। আপ সরকারের জন্যেই বছর বছর ধরে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দিল্লির জনগণ।’
উল্লেখ্য, শুক্রবারই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, ভোটের আগে কোনওভাবেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর জন্য জোর করা যাবে না দিল্লির আপ সরকারকে। তারপরই ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান মঞ্চ থেকে নাড্ডা বুঝিয়ে দিলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধিকার থেকে জোর করে মানুষকে দূরে সরিয়ে রাখচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
এছাড়াও, গর্ভবতী মহিলাদের জন্য আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেন নাড্ডা। তিনি জানান, গর্ভবতী মহিলাদের ৩০ হাজার টাকা সাহায্য, ৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধদের ২০০০ টাকার পরিবর্তী ২৫০০ টাকা করে দেওয়া হবে। এবং বৃদ্ধারা পাবেন ৩০০০ টাকা করে। পাশাপাশি অটল ক্যান্টিনের মাধ্যমে ঝুপড়িবাসীদের জন্য ৫ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা চালুর আশ্বাস দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ, জল ও মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবাও।
জানা গেছে, গত মাসেই দিল্লিতে ১৮ বছরের উপরে যাদের বয়স সে সমস্ত মহিলাকে মাসে এক হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করে আপ সরকার। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সম্মান যোজনা। ভোটে আপ জিতলে মহিলাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন কেজরি। আপ সরকার গড়লে মহিলাদের মাসিক ২১০০ টাকা করে দেওয়া হবে।
এরপর ভোটের ময়দানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মহিলাদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করে কংগ্রেসও। যেখানে মাসিক ২৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয়। নয়া এই প্রকল্পের নাম দেওয়া হয় ‘পেয়ারি দিদি’ যোজনা। এবার ‘মহিলা সমৃদ্ধি’ যোজনার ঘোষণা করে বিজেপি কতখানি ফায়দা তুলতে পারে সেদিকে নজর থাকবে।