শেষ আপডেট: 4th January 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হচ্ছেন পশ্চিম দিল্লির প্রাক্তন সাংসদ প্রবেশ বর্মা। আম আদমি পার্টির প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁকে নয়াদিল্লি কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি। শনিবার দলের তরফে ফেব্রুয়ারিতে হতে চলা দিল্লি বিধানসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
প্রবেশ ছাড়াও বর্তমান মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী হচ্ছেন দক্ষিণ দিল্লির প্রাক্তন সাংসদ রমেশ বিধুড়ী। কালকাজি কেন্দ্র থেকে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাক্তন আপ মন্ত্রী কৈলাস গাহলতকে তাঁর খাসতালুক নজফগড়ের বদলে বিজওয়াসন থেকে প্রার্থী করা হয়েছে। গান্ধীনগরের বিধায়ক অনিল বাজপেয়ীকে এবার টিকিট দেয়নি দল। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে দিল্লি কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরবিন্দর সিং লাভলিকে।
এর আগে আম আদমি পার্টি ৭০টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল। কংগ্রেস এখনও ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এবার বিজেপি অন্য দল ছেড়ে আসা নেতাদের মনোনয়ন দিয়েছে। যেমন, কৈলাস গাহলত ছাড়াও প্রাক্তন আপ মন্ত্রী রাজকুমার আনন্দকে টিকিট দেওয়া হয়েছে। নয়াদিল্লি আসনে এই ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। কারণ এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে রাজধানীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে।
প্রবেশ বর্মার বিরুদ্ধে এর আগে আপ ভোটারদের টাকা বিলি করার অভিযোগ এনেছিল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে প্রবেশের বিরুদ্ধে আপ ইডিতেও একটি অভিযোগ জানিয়েছে। টাকা বিলির অভিযোগ অবশ্য সাফ নাকচ করে দিয়েছেন প্রবেশ। প্রাক্তন আপ মন্ত্রী রাজকুমার আনন্দকে প্যাটেল নগর থেকে টিকিট দিয়েছে বিজেপি। উল্লেখ্য, গাহলত আগে নিজেকে কেজরিওয়ালের হনুমান বলে প্রচার করতেন। তিনি গত নভেম্বরে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।