শেষ আপডেট: 25th September 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো: নাম না স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশ বিরোধিতার অভিযোগ করেছেন। বলেছেন, 'একজন কংগ্রেস নেতা বিদেশে গেলেই দেশের বিরুদ্ধে মুখ খোলেন। দেশের নিন্দামন্দ করেন। একে দেশ বিরোধিতা ছাড়া আর কী বা বলা যায়!'
প্রধানমন্ত্রীর আক্রমণের রেশ ধরে এক বিজেপি সাংসদ এবার বিরোধী দলনেতার পাসপোর্ট বাতিলের দাবি তুললেন। রাজস্থানের বিজেপি সাংসদ সিপি যোশী লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন, রাহুলের পাসপোর্ট বাতিল করা হোক।
লোকসভা, রাজ্যসভা এবং বিধায়কেরা কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। এতে বিদেশে বিমানবন্দর বা অন্যত্র কড়াকড়ি থেকে ছাড় মেলে।
যদিও এই পাসপোর্ট পেতে স্পিকারের কোনও ভূমিকা নেই। পাসপোর্ট ইস্যু করে বিদেশ মন্ত্রক। কংগ্রেস সেই তথ্য সামনে এনে বিজেপি সাংসদকে উপহাস করেছে।
যদিও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিজেপি আসলে রাহুলের আমেরিকা সফরের বক্তব্য নিয়ে তাঁকে চেপে ধরতেই এই কৌশল নিয়েছে।
সদ্য আমেরিকা সফরে রাহুল বলেছেন, নরেন্দ্র মোদী অবাধ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। নির্বাচন কমিশন নিরেপক্ষ নয়। তারা প্রধানমন্ত্রীর কথায় ওঠে বসে। প্রধানমন্ত্রী যেমন চেয়েছেন তেমন ভোট হয়েছে। তারপরও বিজেপির চারশো পাড়ের স্বপ্ন সফল হয়নি। সরকার এখন শরিক নির্ভর।
রাহুল আরও বলেছেন, ভারতে গণতন্ত্র, মানবাধিকার বিপন্ন। সরকার আরএসএসের নিয়ন্ত্রণে চলছে।
কংগ্রেস নেতার এই বক্তব্যে তেলেবেগুনে জ্বলে উঠেছে বিজেপি ও সঙ্ঘ পরিবার। বিরোধী দলনেতাকে লাগাতার ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। ঘুরিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক নেতা।
এই সব ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ দাবি করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। প্রধানমন্ত্রী সেই চিঠির জবাব দেননি।